গত ১৬-১৮ ফেব্রুয়ারি রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে কাটেখ্রিস্ট মাস্টার ও সিস্টারদের প্রায়চিত্তকালীন প্রস্তুতিমূলক নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ৯ জন সিস্টার এবং ২০ কাটেখ্রিস্টসহ মোট ২৯ জন অংশগ্রহণ করেন। রাজশাহী ধর্মপ্রদেশীয় বাইবেলীয় ও ক্যাটেকেটিক্যাল কমিশনের আয়োজনে নির্জন ধ্যানটি পরিচালনা করেন ফাদার সুজন গমেজ। বাণী প্রচারে বিভিন্ন বাধাসমূহ ও তা অতিক্রমে ঈশ্বরের সহায়তাদনের অঙ্গীকার এবং বিশ্বাসে অটল থাকা, এ মূলভাব নিয়ে তিনি তার সহভাগিতায় দেন। সন্ধ্যা ৬:৩০ পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার পিউস গমেজ ও ফাদার সুজন গমেজ। খ্রীষ্টযাগের পর ফাদারদ্বয়কে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃজ্ঞতার চিহ্নস্বরূপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Please follow and like us: