
গত ১ মে, ২০২১ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, বিশপ ভবন ও পালকীয় সেবাকেন্দ্রের সেবাকর্মীদের সাথে উৎসবমুখর মুখর পরিবেশে মে দিবস উদযাপন করেন। সকালে সেবাকর্মীদের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানে ১ মে দিবস উপলক্ষে সেবাকর্মীদের জন্য বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগের পর সেবাকর্মীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সন্ধ্যা ৬:৩০ মিনিটে দুই প্রতিষ্ঠানের সেবাকর্মী ও ফাদার-সিস্টারগণ একসাথে মে মাসের প্রথম দিনের রোজারি মালা প্রার্থনা করেন বিশপ ভবনের চ্যাপেলে। প্রার্থনার উদ্দেশ্য ছিল, মা মারীয়া যেন প্রত্যেক সেবাকর্মীদেরকে সুস্বাস্থ্যে শরীরে ও নিরাপদে রাখেন এবং কভিট ১৯ এর হাত থেকে সমগ্র মানব জাতিকে রক্ষা করেন।
সন্ধ্যা ৭:৩০ মিনিটে সকল সেবাকর্মীদের সাথে বিশপ মহোদয় সান্ধ্যভোজ ভোজ করেন। সান্ধ্যভোজের শেষে বিশপ মহোদয় প্রত্যেক সেবাকর্মীদের হাতে উপহার তুলে দেন। বিশপ মহোদয় তার সমাপনী বক্তব্যে সেবাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আমি তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে আজ আমি তোমাদেরকে, তোমাদের সেবাকাজের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা প্রত্যেকেই শ্রমিক। তোমরা, তোমাদের অবস্থানে থেকে তোমাদের দানের কাজ করছ বলেই আমরা আমাদের কাজকর্মগুলি, ভাল মত করতে পারছি। তাই কোন কাজকেই ছোট করে বা অবজ্ঞতার চোখে দেখব না। আমরা যেন সবই একই পরিবারের সদস্য-সদস্যা হিসেবে সুন্দর ও বন্ধুসুলভ মনোভাব নিয়ে কাজ করি। পরিেিশষে আবারও তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি টানছি।




