১০ জুলাই ভোর ৩:৪৫ মিনিটে বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের পুষ্পবৃক্ষ থেকে ঝড়ে গেল সুভাসিত একটি পুষ্প, নীরব কর্মী ও নিবেদিত প্রাণ ফাদার বনিফাস মুরমু। গত কয়েক দিন থেকে তিনি সাধু জন মেরী ভিয়ান্নী হাসপাতাস চিকিৎসারত থেকে আজ এ ভব সংসার থেকে পাড়ি দিলেন পরম দেশে, পরম পিতার গৃহে। তিনি ২৫ আগষ্ট ১৯৫৫ খ্রিস্টাব্দে বর্তমান রাজশাহী ধর্মপ্রদেশের সুরশুনিপাড়া ধর্মপল্লীর অধীনস্থ বড়গাছী নারায়নপুর (কানুপাড়া) গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা আন্দ্রিয়াস মুরমু ও মাতা জুদিতা সরেন। তিনি কানুপাড়া গ্রামের প্রার্থনা পরিচালক মি: মার্কুশ মুরমুর বড় ভাই এবং ফাদার ফ্রান্সিস সরেন ভাগিনা। উল্লেখ্য যে, তিনি বর্তমান সুরশুনিপাড়া ধর্মপল্লীর একমাত্র পুরোহিত ছিলেন। তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে ১৯ নভেম্বর সাধু পোপ দ্বিতীয় জন পলের হাতে যাজক পদে অভিষিক্ত হন।
তার সুদীর্ঘ ৩৫ বছরের যাজকীয় জীবনে দিনাজপুর ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে নিরালসভাবে যাজকীয় সেবাদায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লোহানীপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই মহাপ্রয়ানে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ, যাজকবৃন্দ, ব্রতধারি-ব্রতধারিনী ও খ্রিস্টভক্তদের পক্ষ থেকে দিনাজপুর ধর্মপ্রদেশ ও তার রেখে যাওয়া আত্মীয়স্বজনদের জানাই আন্তরিক সমবেদনা। ঈশ্বর তাঁর এই ভক্তসেবককে দান করুন চিরশান্তি ও অনন্ত বিশ্রাম।