গত ১৪ জুলাই পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগর, কয়েরদাড়া, রাজশাহীতে ফাদার দিলীপ এস. কস্তা পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একই দিনে তাকে বরণ করে নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক পাল-পুরোহিত ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, কলিমনগর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত মন্সিনিয়র মার্শেলিউস তপ্ন্য, ধর্মপল্লীতে কর্মরত ‘আওয়ার লেডি ছরো’ সম্প্রদায়ের সিস্টারগণ এবং ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য-সদস্যাসহ প্রায় শতাধিক খ্রিস্টভক্ত। বিকাল ৫টার সময় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে ফাদারকে ধর্মপল্লীতে বরণ ও দায়িত্ব অর্পণ করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ভিকার জেনারেল ফাদার রোজারিও। খ্রিস্টযাগের পূর্বে খ্রিস্টভক্তগণ তাদের নিজস্ব কৃষ্টি অনুযায়ী ফাদার দিলীপ এস কস্তাকে পা ধুয়োনার ও পুষ্পমাল্যের মধ্য দিয়ে বরণ করে নেন এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
খ্রিস্টযাগের পর ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও বলেন, “আমরা আজ আনন্দ ভরা মনে বা খুশি মনে ফাদার দিলীপ এস. কস্তাকে আমাদের পবিত্র পরিবার ধর্মপল্লীতে শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন জানাই। তিনি এক জন যোগ্য ও অভিজ্ঞ পালক। আমি বিশ্বাস ও আশা করি, তিনি আমার চেয়েও আপনাদেরকে আরো অনেক বেশী সময় দিতে পারবেন। আমি চাই আপনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন ঠিক একইভাবে ফাদার দিলীপ এস কস্তাকেও সহযোগিতা দিবেন।”
ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তব্যে বলেন, ‘একটি ধর্মপল্লী তখনই সক্রিয়, অংশগ্রহণকারী, জীবন্ত ও খ্রিস্টকেন্দ্রিক হয়ে উঠবে যখন তার যাজক ও ভক্তজনগণ খ্রিস্টের সাথে একাত্ব বা এক হয়ে মণ্ডলির জন্য এবং মণ্ডলির মধ্যে কাজ করবেন। যেহেতু, কলিমনগর একটি নতুন ধর্মপল্লী, তাই আমরা সকলেই একতাবদ্ধ হয়ে কাজ করতে চেষ্ঠা করব।’ সকলের কাছে সে আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
পবিত্র পরিবার ধর্মপল্লীর নতুন পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা, ভিকার জেনারেল থেকে শুরু করে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে আমরা ফাদার দিলীপ এস কস্তা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তার এ নতুরন দায়িত্ব গ্রহণের জন্য। ঈশ্বর তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুক, শুভ হোক তার এ নতুন পালকীয় কর্মযাত্রা।
– বরেন্দ্রদূত রির্পোটার

Please follow and like us: