মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের স্মরি

নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের স্মরি।।

অত্যন্ত দু:খের সাথে জানানো যাচ্ছে যে, আজ ৪ঠা আগষ্ট,  রোজ বধুবার বেলা ০২:২০ মিনিটে রাজশাহী  ধর্মপ্রদেশের যাজক ভ্রাতৃ সংঘের পুষ্পবৃক্ষ থেকে ঝড়ে গেল সুভাষিত একটি পুষ্প। নীরব কর্মী ও নিবেদিত প্রাণ শ্রদ্ধেয় ফাদার কর্ণেলিউস মূর্মূ । গত কয়েকমাস যাবৎ তিনি ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ জুলাই থেকে Ahsania Mission Cancer Hospital ভর্তি ছিলেন এবং গত কয়েকদিন থেকে ICU-তে Life Support থেকে  আজ ৪ আগষ্ট বেলা ০২:২০ মিনিটে এ ভব সংসার থেকে চিরতরে পাড়ি দিলেন না ফেরার দেশে পরম পিতার গৃহে। তিনি ২৬-১০-১৯৭১ খ্রিস্টাব্দে বর্তমান সাধু জন মেরী ভিয়ান্নী, মুন্ডুমালা, ধর্মপল্লীর অধিনস্থ দিবসস্থলী গ্রামে জন্মগ্রহণ করেন। ৩০-১২-২০০৫ খ্রিষ্টাব্দে উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় প্রয়াত আর্চ বিশপ পৌলিনুস কস্তা কর্তৃক যাজক পদে অভিষিক্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর ৯ মাস ৯ দিন। আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর এ ভক্তসেবককে অনন্ত বিশ্রাম দান করুক।

ফাদারের মৃতদেহ বিশপ ভবনে আনার পর, পরবর্তী সংবাদ জানানো হবে। সবাইকে তার আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

Please follow and like us: