মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের স্মরি
নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের স্মরি।।
অত্যন্ত দু:খের সাথে জানানো যাচ্ছে যে, আজ ৪ঠা আগষ্ট, রোজ বধুবার বেলা ০২:২০ মিনিটে রাজশাহী ধর্মপ্রদেশের যাজক ভ্রাতৃ সংঘের পুষ্পবৃক্ষ থেকে ঝড়ে গেল সুভাষিত একটি পুষ্প। নীরব কর্মী ও নিবেদিত প্রাণ শ্রদ্ধেয় ফাদার কর্ণেলিউস মূর্মূ । গত কয়েকমাস যাবৎ তিনি ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ জুলাই থেকে Ahsania Mission Cancer Hospital ভর্তি ছিলেন এবং গত কয়েকদিন থেকে ICU-তে Life Support থেকে আজ ৪ আগষ্ট বেলা ০২:২০ মিনিটে এ ভব সংসার থেকে চিরতরে পাড়ি দিলেন না ফেরার দেশে পরম পিতার গৃহে। তিনি ২৬-১০-১৯৭১ খ্রিস্টাব্দে বর্তমান সাধু জন মেরী ভিয়ান্নী, মুন্ডুমালা, ধর্মপল্লীর অধিনস্থ দিবসস্থলী গ্রামে জন্মগ্রহণ করেন। ৩০-১২-২০০৫ খ্রিষ্টাব্দে উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় প্রয়াত আর্চ বিশপ পৌলিনুস কস্তা কর্তৃক যাজক পদে অভিষিক্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর ৯ মাস ৯ দিন। আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর এ ভক্তসেবককে অনন্ত বিশ্রাম দান করুক।
ফাদারের মৃতদেহ বিশপ ভবনে আনার পর, পরবর্তী সংবাদ জানানো হবে। সবাইকে তার আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।