গত ৫-৭ জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ সময়কালে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড (বিসিইবি)-এর আয়োজন ও কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম (এফওয়াইটিপি)-এর সহযোগিতায় রাজশাহীর পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হলো “জাতীয় শিক্ষা মহাসম্মেলন ২০১৮”। উক্ত মহাসম্মেলনে বিসিইবি’র চেয়ারম্যান, মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সভাপতিত্ব করেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মি. জ্যোতি এফ. গমেজ, নির্বাহী সেক্রেটারি, (বিসিইবি)। এছাড়া অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুরমু, চেন্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ; ফাদার নিখিল এন্ড্রু গমেজ, পরিচালক খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, রাজশাহী এবং মি. ডেনিস সি. বাস্কে, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের চার্চ পরিচালিত বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও নি¤্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সভাপতিগণসহ মোট ১০৯ জন।
জাতীয় শিক্ষা মহাসম্মেলনের মূলসুর: কাথলিক মণ্ডলীর শিক্ষা সেবা: অতীত, বর্তমান ও ভবিষ্যত- এবং উদ্দেশ্য “অতীতের শিক্ষা কার্যক্রম মূল্যায়ন; বর্তমান বাস্তবতা পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়” এ সকল বিষয়ের আলোকে ‘মিলনময় মানবিকতায় শিক্ষা সেবা ও গঠন দান’ বিষয়টি সহভাগিতা করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি; শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ মণ্ডলীর সম্পৃকতা ও বিস্তৃতি বিষয়টি আলোকপাত করেন মি. জ্যোতি এফ. গমেজ, নির্বাহী সেক্রেটারি (বিসিইসি); প্রাক্ শৈশব শিক্ষা, গঠন ও বিকাশে ধর্মপল্লী ও সমাজ বিষয়টি আলোকপাত করেন মি. শিশির আঞ্জেলো রোজারিও, হেড অব আলোঘর প্রকল্প, কারিতাস বাংলাদেশ; খ্রিস্টীয় মূল্যবোধ ও সংস্কৃতি বিষয়টি সহভাগিতা করেন সি. শিখা এল. গমেজ, সিএসসি; প্রকৃতি ও পরিবেশ সংক্রান্ত পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের সর্বজনীন পত্র; বর্তমান প্রেক্ষাপট ও করণীয় দিক সহভাগিতা করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, সিনিয়র ম্যানেজার (রিসোর্স মবিলাইজেশন), কারিতাস বাংলাদেশ; মাদকাসক্তি প্রতিরোধ ও সুস্থ যুব উন্নয়ন বিষয়টি আলোকপাত করেন ব্রাদার রবি পিউরীফিকেশন, সিএসসি; বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি সংক্রান্ত বিষয়টি আলোচনা করেন ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সিএসসি; আগামী দশকে শিক্ষা সেবায় মণ্ডলীর করণীয় দিক সহভাগিতা করেন নটরডেম কলেজের প্রিন্সিপাল ফা. হেমন্ত পি. রোজারিও, সিএসসি এবং শিক্ষকদের আধ্যাত্মিকতা বিষয়টি সহভাগিতা করেন- ব্রাদার লিও জে. পেরেরা, সিএসসি।
উল্লেখ্য অনুষ্ঠানটি কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম, বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ড ও স্থানীয় অনুদানের আর্থিক সহায়তায় বাস্তবায়ন করা হয়। অনুভূতি ব্যক্তকারীগণ বলেন অনুষ্ঠানটির সার্বিক বিষয়ের সহভাগিতা ও ব্যবস্থাপনা ভাল ছিল।
নিজস্ব সংবাদদাতা