গত ২০ সেপ্টেম্বর ২০২১ খ্রি: রোজ সোমবার সন্ধ্যায় পবিত্র ঘন্টার মধ্য দিয়ে রাজশাহী পালকীয় কেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশের ৫জন রিজেন্ট বাৎসরিক নির্জন ধ্যান শুরু করে। নির্জন ধ্যান পরিচালনা করেন শ্রদ্ধেয় ফাদর প্যাট্রিক গমেজ। নির্জন ধ্যানের মূলবিষয় ছিল ‘নৈতিক, আধ্যাত্মিক ও পালকীয় গঠন’। তিনি তার উপদেশ বাণীতে বিশেষভাবে  শিখাতে ও বুঝাতে চেয়েছেন কিভাবে একজন যাজকপ্রার্থী নৈতিক, আধ্যাত্মিক ও পালকীয় গঠনের মধ্য দিয়ে আদর্শ পালক হয়ে উঠতে পারে ও তার মেষদের যত্ন নিতে পারে। নিজেদের গঠনের জন্য প্রয়োজন রয়েছে বাহ্যিক ও আধ্যাত্মিক নীরবতা। কেননা, নীরবতার মধ্য দিয়ে যিশুর বাণী বা কথা শুনতে ও বুঝতে পারি। তিনি তার উপদেশ বাণীতে আরও বলেন- আমরা যেন একজন প্রার্থনাশীল ও দৃঢ় বিশ্বাসী মানুষ হয়ে উঠি। আর সেই বিশ্বাসের পথে আমরা যেন নিজেরা চলি ও অন্যদেরকেও বিশ্বাসের আলোতে পথ চলতে সাহায্য করতে পারি। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে বার্ষিক নির্জন ধ্যানের পরিসমাপ্তি ঘটে।

 

রিজেন্ট সনেট কস্তা

Please follow and like us: