বিগত ১১ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, রোজ সোমবার, ফৈলজানা ধর্মপল্লীর চাচকিয়া উপকেন্দ্রে মা মারীয়ার উপর ভিত্তি করে বিশেষ সেমিনার আয়োজন করা হয়। এতে শতাধিক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। দিনের প্রথমেই খ্রিস্টযাগ উৎসর্গ করেন হলিক্রস ফ্যামিলি এন্ড রোজারী মিনিষ্ট্রির পরিচালক শ্রদ্ধেয় ফাদার রুবেন ম্যানুয়েল গমেজ, সিএসসি। খ্রিস্টযাগের পর হালকা জলযোগ ছিল। অতঃপর ফাদার রুবেন মাল্টিমিডিয়া ব্যবহার করে মা মারীয়ার উপর ভিত্তি করে সেশন পরিচালনা করেন। তিনি বলেন, “মা মারীয়া আমাদের মা হয়ে, তাঁর সন্তানকে আমাদের ভাই করেছেন। মা হিসেবে তিনি আমাদের সকলের মঙ্গল চান। তাই তিনি বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তিকে দেখা দিয়ে এবং অনেক আশ্চর্য কাজ করে তাঁর মঙ্গলময়তা চলমান রাখছেন। মা মারীয়া বলেছেন যেন আমরা পৃথিবীর শান্তি ও মুক্তির জন্য জপমালা প্রার্থনা করি। তাই, যারাই ভক্তি ভরে ও বিশ্বাস নিয়ে মায়ের কাছে প্রার্থনা করেছে তারাই প্রচুর আশীর্বাদে ধন্য হয়েছে। জপমালা যাজক ঈশ্বরের সেবক ফাদার প্যাট্রিক পেইটন মা মারীয়ার নাম প্রচার ও জপমালা আন্দোলন পরিচালনায় আজীবন ব্যাপৃত ছিলেন।” সেশন শেষে ফাদার রুবেন ম্যানুয়েল গমেজ, সিএসসি-কে চাচকিয়া উপকেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও উপহার প্রদান করা হয়। পরিশেষে, সকলের সার্বিক সহযোগিতার জন্য সহকারী পাল-পুরোহিত ফাদার বিকাশ কুজুর, সিএসসি সকলকে ধন্যবাদ জানান। অতঃপর প্রীতিভোজের মধ্য দিয়ে এ বিশেষ সেমিনার সমাপ্ত হয়।

– ফাদার বিকাশ কুজুর, সিএসসি

 

Please follow and like us: