আন্ধারকোঠা মিশন মাঠে অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী প্রদীপ, রানা, অরুন, রনি, জয়, প্রবীর, বাপ্পি, প্রভাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট । আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাবের এটি একটি ব্যাতিক্রমধর্মী আয়োজন। যাদের স্মৃতিতে মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে , তারা অনেক দিন ধরেই ক্লাবের সদস্য ছিলেন। বিভিন্নভাবে ক্লাবকে ভালোবেসে তাদের মূল্যবান সময় দিয়েছিলেন। তারা আজ গত হয়েছেন। তাদেরই শ্রদ্ধা জানাতে আন্ধারকোঠা টাইগার স্পোটিং ক্লাবের এই ছোট্ট প্রয়াস।

৩রা নভেম্বর সন্ধ্যায় মালা প্রার্থনার মধ্যে দিয়ে ক্লাবের সদস্যসহ গ্রামবাসী আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করেন এবং ৪ই নভেম্বর পবিত্র খ্রিস্টযাগে প্রয়াত ক্লাব সদস্যদের নাম স্মরণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শুরু হয় ৩২ টিমের ৩ দিন ব্যাপী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ৬ই নভেম্বর ৪নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল-হাসান মঞ্জিল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন । ফাইনালে রাজশাহী মেডিক্যাল বনাম বিজয় একাদশের মুখোমুখিতে বিজয় একাদশ ০-১ গোলে বিজয়ী হয়।

এরপরেই শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল-হাসান মঞ্জিল, আন্ধারকোঠা ক্যাথলিক চার্চ এর পালক পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রেমু রোজারিও , আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতিসহ আরো অনেকে।
চেয়ারম্যান ও অনান্য সকলে মিলে রানার্সআপ ও বিজয়ী দলকে তাদের পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়েই এই টুর্নামেন্টের সমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: তুষার বিশ্বাস

Please follow and like us: