গত ১৬ নভেম্বর ২০২১ খ্রি: খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে, রাজশাহী ধর্মপ্রদেশ পর্যায়ে Synodal Church এর প্রস্তুতিমূলক দিক-নিদের্শনা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফাদার ইম্মানুয়েল কানন রোজারিওসহ রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত ৪৬ জন ফাদার, ২৫ জন সিস্টার, ১ জন ব্রাদার এবং প্রতিটি ধর্মপল্লী থেকে ১ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিনিধি নিয়ে মোট ৪৯ জন খ্রিস্টভক্ত নিয়ে সর্বমোট ১২৫ জন এক সাথে পথ চলার এ যাত্রা শুরু করেন।

ভিকার জেনারেল ফা: ইম্মানুয়েল কানন রোজারিও বলেন- আধুনিক জগতের সাম্প্রতিক জটিল অবস্থায় কাথলিক মণ্ডলি ধর্মবিশ্বাস ও নৈতিকতার বিষয়ে শিক্ষা দিতে গিয়ে মানুষের ও কাথলিক বিশ্বাসীদের বহু প্রশ্ন, চ্যালেঞ্জ, সংকটের সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে পোপ মহোদয়ের গোটা কাথলিক মণ্ডলির কাছে আহ্বান জানিয়েছেন যেন মণ্ডলি সিনড-প্রক্রিয়া গ্রহণ করে, যার মধ্যদিয়ে মণ্ডলি জনগণের কথা ও মতামত শ্রবণ করতে পারে, একসঙ্গে পবিত্র আত্মার ইচ্ছা কী তা অবধারণ করতে পারে এবং একসঙ্গে পথ চলার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। পোপ মহোদয়ের নির্দেশনা এই যে, মণ্ডলিযেন সিনড-বিশিষ্ট মণ্ডলিহয়ে ওঠে।

বিশপ জের্ভাস রোজারিও তার উদ্বোধনী বক্তব্যে বলেন, সিনড মণ্ডলির একটি প্রাচীন, ঐতিহ্যবাহী ও শ্রদ্ধাপূর্ণ শব্দ যা গভীরতম অর্থ উদ্ঘাটন করে। এটি সেই পথের নির্দেশ করে যেখানে ঈশ্বরভক্ত জনগণ হাঁটছে। একইসাথে, এটি প্রভু যিশুকে বোঝায় কারণ যিশু নিজেকে পথ, সত্য এবং জীবন (যোহন ১৪:১৬) উল্লেখ করেছেন এবং এটা সত্য যে খ্রিস্টান বা তাঁর অনুগামীদের মূলত পথের অনুসারী বলা হয়েছিল। তিনি আরো বলেন- ২০১৫ খ্রিস্টাব্দের অক্টোবরের বিশপগণের সিনড্-এর প্রতিষ্ঠার ৫০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে পোপ ঘোষণা করেছিলেন, “যে জগতে আমরা বাস করি এবং যে জগতকে ভালবাসতে ও সেবা করতে আমরা আহূত, এখানে অসংগতি থাকলেও, মণ্ডলির কাছে এটা দাবি করা হয় যে, মণ্ডলি তার প্রেরণ-দায়িত্বের সর্বক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন করবে। এ কাজ করার ডাক হচ্ছে গোটা ঐশ-জনগণের প্রতি সহায়তা সম্প্রসারণের ডাক।

পরবর্তীতে ৭টি সেশনের মাধ্যমে সিনডের লক্ষ্য, উদ্দেশ্য, সিনডীয় প্রক্রিয়ায় বিভিন্ন বাধাঁ-বিপত্তির বিষয়ে সতর্কতার বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরেছেন রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক মিঃ সুক্লেশ জর্জ কস্তা।

১৬ তারিখে মধ্যাহ্নভোজের পর বিকাল ৪:০০ টায় ক্যাথিড্রাল ধর্মপল্লীতে একই বিষয়ে ভক্তজনগণ ও সকলের উদ্দেশ্যে Synodal Church সম্পর্কে বক্তব্য রাখেন ফা: দিলীপ এস.কস্তা। এর পরপরই পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও আনুষ্ঠানিকভাবে সিনোডাল চার্চের এক সঙ্গে পথ চলার এবং ২০২৩ খ্রিস্টাব্দের বিশপগণের সিনড-এর দিক নির্দেশনা ও প্রস্তুতিমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বরেন্দূত রিপোর্টার

Please follow and like us: