গত ১৯ জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দে দুপুরে ফা. সাগর কোড়াইয়াকে আন্ধারকোঠা গ্রামের যুবক-যুবতীরা নাচ-গান , ফুল-  মালা ও পা ধোঁয়ানোর মধ্য দিয়ে ধর্মপল্লীতে স্বাগতম জানায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফা. প্রেমু রোজারিও, পালকীয় পরিষদের সহ-সভাপতি মি: বেঞ্জামিন গুলু বিশ্বাস, ফা. সাগর কোড়াইয়ার বাবা ও তার কিছু আত্মীয়-স্বজন এবং যুবক-যুবতীসহ আরো অনেকে। আন্ধারকোঠা ধর্মপল্লীতে নব-নিযুক্ত ফা. সাগর কোড়াইয়া আগমন করলে শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফা: প্রেমু রোজারিও তাকে সাদরে বরণ করে নেন। BCSM ও YCS এর সদস্যরা আদিবাদী কৃষ্টিতে পা ধোঁয়ানোর পর ফাদারকে ফুল ও মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন । পালক পুরোহিতের স্বাগত বক্তব্য  এবং রিজেন্ট অনু গমেজের সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: তুষার বিশ্বাস

Please follow and like us: