“কারিতাস বাংলাদেশ: ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”- এ মূলসুর ঘিরে কারিতাস বাংলাদেশ গতকাল পাবনা জেলার চাটমোহর উপজেলার সেণ্ট রীটাস্ হাইস্কুলের হল রুমে সুবর্ণজয়ন্ত উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো সৈকত ইসলাম উপজেলা নির্বাহী অফিসার চাটমোহর উপজেলা এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার শিশির গ্রেগরী, পালপুরোহিত, মথুরাপুর ধর্মপল্লী, চাটমোহর; মো. শাহ আলম, চেয়ারম্যান মথুরাপুর ইউপি, চাটমোহর; মো. আবুল কাশেম, সভাপতি, মথুরাপুর প্রবীণ ইউনিয়ন ফোরাম; মো. রব্বান আলী, সভাপতি, কারিতাস-সার্বিক মানব উন্নয়ন সংগঠন, চাটমোহর; সিস্টার মনিক, এসএমআরএ, প্রধান শিক্ষক, সেণ্ট রীটাস্ হাইস্কুল, মথুরাপুর ধর্মপল্লী; উপজেলার চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও যাজক, সিস্টার; কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জনসংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিসহ পাঁচ শতাধিক মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল-
কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫০ বছরের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন ৩জনকে হুইল চেয়ার প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং অতিথিদের জুবিলী স্মারক প্রদান, ইত্যাদি। অতঃপর বর্ষব্যাপী জুবিলী উদযাপনের জন্য জুবিলী লগো, থিম সং ও অন্যান্য উপকরণাদী কারিতাস রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সৈকত হোসেন উপজেলা নির্বাহী অফিসার চাটমোহর বলেন, কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপনের যে সকল ডিসপ্লে দেখলাম তাতে মনে হয়েছে কারিতাস বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, কৃষি, আদিবাসীদের উন্নয়ন, স্বাস্থ্য, নিরাপদ খাদ্য ইত্যাদি খাত অন্যতম। তিনি কারিতাসের ভেল্যু চেইন কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ পদ্ধতি চাটমোহর উপজেলার দুগ্ধ খামারীদের সাথে সমন্বয় করে সারা দেশে কারিতাসের মাধ্যমে সম্প্রসারণ করা যায়।
অনুষ্ঠানের গেস্ট অব অনার বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ বলেন, কারিতাস বাংলাদেশ দুঃস্থ, নিপীড়িত, অবহেলিত, নির্যাতিত, বিধবা, শিশু, প্রভৃতির উন্নয়নে স্বাধীনতা উত্তর কাজ করে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন দশকে বিভিন্ন সময়োপযোগী পন্থা অবলম্বন করে কাজ করায় কারিতাস এখনো কোন সংকটে পড়েনি এবং ভবিষ্যতেও পড়বে না। তিনি আবহাওয়া পরিবর্তনজনিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোজনিত কারিতাসের কাজের কথা এবং পোপ মহোদয়ের লাউদা তো সি’ পত্রের কথা উল্লেখ করে বলেন, সবুজায়নের জন্য আরও বেশী বেশী বৃক্ষ রোপন করা দরকার এবং ভালবাসাপূর্ণ সেবাকাজ আমাদের চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মি. সেবাষ্টিয়ান রোজারিও বলেন, কারিতাস বাংলাদেশ এমন একটি সংস্থা যেখানে কেউ যেতে পারে না কারিতাস সেখানে কাজ করে। কারিতাস বর্তমানে সমাজ কল্যাণ ও কমিউনিটি উন্নয়ন, প্রতিবেশ সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও শিশু উন্নয়ন, পুষ্টি ও স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আদিবাসী জাতীসমূহের উন্নয়ন- এ ছয়টি সেক্টরে কাজ করছে। আগামী ৫০ বছর কী ধরনের কাজ করতে পারে তাও কারিতাস চিন্তা করছে। তিনি দুঃস্থ মানুষের জন্য সরকারি যে সুযোগ-সুবিধা রয়েছে তা সংগ্রহের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে ফাদার শিশির গ্রেগরী পাল পুরোহিত এবং কারিতাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ