গত ১৮ মার্চ ২০২১, শুক্রবার মথুরাপুর মিশনের সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন এর উদ্দ্যোগে মথুরাপুর বিসিএসএম ও ওয়াইসিএস-এর সকল সদস্য মিলে, মথুরাপুর মিশনের সাব-সেন্টার কাতুলী গ্রামে প্রায়শ্চিতকালীন এক বিশেষ ক্রুশের পথের আয়োজন করা হয়। ক্রুশের পথে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন, সিস্টার মেরী ঈশিতা এসএমআরএ, রিজেন্ট মাইকেল হেম্ব্রম-সহ বিসিএসএম ও ওয়াইসিএস-এর ১২০ জন। এছাড়াও কাতুলী গ্রামের প্রায় ৮০ জন খ্রিস্টভক্তগণ ক্রুশের পথে অংশগ্রহণ করে।
প্রায়শ্চিত-কালকে সামনে রেখে, এদিন বেলা ২:৩০ মিনিটে সকলে মিলে যাত্রা আরাম্ভ করে এবং প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পায়ে হাঁটার পর সবাই কাতুলী গ্রামে পৌঁছায়। তারপর কিছু সময় প্রস্তুতি নেওয়ার পর সাধু আন্তনীর গির্জায় সকলে প্রবেশ করে ক্রুশের পথের জন্য। যথারীতি ক্রুশের পথ সমাপ্ত হলে সকলেই রওনা হয় রোগী বাড়ি পরিদর্শনে, সেখানে এক সঙ্গে প্রার্থনা করার পর শ্রদ্ধেয় ফাদার স্বপন পিউরী রোগীদের খ্রিস্টপ্রসাদ বিতরণ করেন। তারপর সকলেই শ্রদ্ধেয় আগষ্টিন রোজারিও (স্যার) এর বাড়ীতে টিফিন খাওয়ার পর সবাই নিজ নিজ পরিবারে সন্ধ্যে ৭:০০ টার মধ্যে ফিরে আসে।
বরেন্দ্রদূত রিপোর্টা র :মাইকেল হেম্ব্রম