রাজশাহী ধর্মপ্রদেশের পাঁচটি ধর্মপল্লী থেকে পাঁচজন রিজেন্ট ২১-২২ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে আন্ধারকোঠা ধর্মপল্লীতে নির্জন ধ্যানে অংশগ্রহণ করে। আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও ‘সম্পর্কে কোমলতা’ মূলভাবের ওপর নির্জন ধ্যান পরিচালনা করেন। রিজেন্টগণ হলেন মাইকেল হেম্ব্রম, জের্ভাস মুর্মু, আলবার্ট ক্রুজ, সনেট কস্তা এবং অনু গমেজ। সন্ধ্যা থেকে রিজেন্টগণ নির্জন ধ্যানে অংশগ্রহণ করে নিজেদের আধ্যাত্মিকভাবে বলবান করার প্রত্যয় ব্যক্ত করে। রাতের আহারের পর রিজেন্টগণ নিজ নিজ প্রৈরিতিক কাজের আনন্দ, ভালো লাগা ও মন্দ লাগার বিষয়গুলো একে একে সহভাগিতা করেন। ২২ মার্চ সকালে খ্রিস্টযাগ; এরপর কনফারেন্স, একাকী নিজের জীবনাহ্বান নিয়ে ধ্যান, পাপস্বীকার এবং আরাধনানুষ্ঠানের মধ্য দিয়ে নির্জন ধ্যান সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: রিজেন্ট অনু গমেজ

Please follow and like us: