মুক্তিদাতা হাই স্কুল, রাজশাহী-এর আয়োজনে স্বাধীনতা দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যসহকারে পালন করা হয়। দিবসকে সামনে রেখে সকাল ৬ঃ০০ টায় দেশের মঙ্গল কামনা করে ফাদার ইম্মানূয়েল কানন রোজারিও বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ  করে দিনের যাত্রার শুভ সূচনা করেন।

অত:পর সকাল ৮ঃ৩০মি. বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় । অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ইম্মানূয়েল কানন রোজারিও এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্যের দ্বারা সকল অতিথিদেরকে ফুলের তোড়া ও ব্যাচ প্রদান করে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি তার সহভাগিতায় বলেন, ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, একটি ভূ-খন্ড পেয়েছি। যাদের প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ পেয়েছি; তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা যেন সবসময় থাকে। তাদের যেমন দেশ প্রেম ছিল, আমাদেরও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মিসেস সবিতা মারান্ডী, মোঃ রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেণিভিত্তিক দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও প্রদর্শনী, প্রীতি ফ্রেন্ডলী ফুটবল খেলা। শেষে খেলা ও দেয়ালিকা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে  পুরষ্কার প্রদান করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন

 

Please follow and like us: