গত ১-২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশ ও কারিতাস রাজশাহী অঞ্চল এর আয়োজনে ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাই-বোনদের বিশ্বাসের তীর্থযাত্রা ক্যাথিড্রাল ধর্মপল্লীর প্রাঙ্গণে উদযাপন করা হয়। এই তীর্থ উৎসবের মূলসুর ছিল “প্রভুতে আনন্দ করো, আর নেই কোন ভয়”। রাজশাহী শহরের নিকটতম প্রায় ৬ টি ধর্মপল্লী থেকে প্রায় ১০০ জন প্রতিবন্ধী ভাই-বোনদের নিয়ে ২দিন ব্যাপী অনুষ্ঠানের অয়োজন করা হয়। ১ এপ্রিল দুপুর থেকে শুরু হয় এই বিশেষ তীর্থ উৎসব। বিকাল ৩টা সময় প্রতিবন্ধী ভাই-বোন ও ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ জীবন্ত ক্রুশের পথে অংশগ্রহণ করেন। এরপর সন্ধ্যায় পা-ধোয়ানো অনুষ্ঠান ও মোমবাতি জ্বালিয়ে আলোক শোভাযাত্রা করা হয়। ২ তারিখ সকাল ৯ টা সময় দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্বেয় ফাদার সুনীল দানিয়েল রোজারিও, ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার উত্তম রোজারিও, ফাদার সুরেশ পিউরীফিকেশন, সিস্টার দীপিকা পালমা, সিআইসি এবং কারিতাসের কর্মসূচী কমকর্তা মি: দিপক এক্কা। প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ফাদার উইলিয়াম মুর্মু মূলসুরের উপর সহভাগিতায় বলেন, ‘প্রত্যেকজন প্রতিবন্ধী ভাই-বোন সৃষ্টিকর্তার ভালবাসার সন্তান। বিশ্ব সৃষ্টিকর্তা বিভিন্ন উপকারী বন্ধুদের দ্বারা তাদেরকে যত্ন ও সাহায্য করেন। আমরা যারা প্রতিবন্ধী তারা যেন প্রভুর দয়া ও ভালবাসা দানের কথা চিন্তা করি আর প্রভুতে যেন আনন্দে থাকি কারণ আমাদের আর নেই কোন ভয়; প্রভু, সবসময় আমাদের সঙ্গে আছেন’।
ফাদার সুনীল দানিয়েল রোজারিও তার সহভাগিতায় বলেন, ‘আজকে আমরা প্রতিবন্ধী ভাই-বোনদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা যারা সুস্থ-সবল মানুষ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হল এই প্রতিবন্ধী ভাই-বোনদের সেবা করা। অভিভাবক হিসেবে আমরা যেন কখনো প্রতিবন্ধী ভাই-বোনদের প্রতি খারাপ আচরণ না করি বরং তাদের প্রতি স্নেহ -ভালবাসা দেখাই এবং তাদের যত্ন নিই।’
এরপর প্রতিবন্ধী ভাই-বোনেরা পাপস্বীকার সংস্কার গ্রহণ ও খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু ও ফাদার সুরেশ পিউরীফিকেশন। দুপুরের আহারের পর প্রতিবন্ধী ভাই-বোনদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন