বর্তমান এই পরিবর্তনশীল চ্যালেঞ্জপূর্ণ পৃথিবীতে যুবক-যুবতীদের খ্রিস্টীয় শিক্ষা, মূল্যবোধ-আদর্শের আলোকে গড়ে বিগত ০১-০২ এপ্রিল ২০২২ খ্রিস্টবর্ষ, রোজ শুক্রবার ও শনিবার শান্তিরাজ খ্রিস্ট- চাঁদপুকুর কাথলিক ধর্মপল্লীর “যীশুগুরু পালকীয় সেবাকেন্দ্রে”, অনুষ্ঠিত হল যুবক-যুবতীদের জন্য খ্রিস্টীয় শিক্ষা ও সচেতনতামূলক সেমিনার এবং প্রায়শ্চিতকালীন নির্জনধ্যান। সেমিনারের প্রথম দিন বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ বক্তাগণ তাদের জ্ঞানগর্ভ ও অভিজ্ঞতালব্ধ সহভাগিতা করেন।

বিষয়গুলো হলো-
আদিবাসীদের শিক্ষা, পেশা ও ঐতিহ্যের গুরুত্ব- ফা: সুবল কুজুর, সিএসসি
যুব আধ্যাত্মিকতা, সুস্থ্য জীবন- এবং সিনোডালিটি (এক সঙ্গে পথচলা- একটি মিলনধর্মী/সহভাগিতা/সহযাত্রী মণ্ডলি: মিলন, অংশগ্রহণ ও প্রেরণ-দায়িত্ব) এর উপর ফা: শ্যামল জেমস্ গমেজ।
টেকসই আর্থিক উন্নয়ন, সঞ্চয়ী মনোভাব ও ক্রেডিট ইউনিয়ন (চাঁদপুকুর খ্রিস্টান সমবায় সমিতি ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি যতিন টপ্য ও কর্লেল কিস্কু।
বয়ঃসন্ধিকাল, যৌন জ্ঞান ও মানসিক পরিবর্তন ও করণীয়- মিসেস ভেলেন্তিনা দিদি
বাল্য বিবাহ ও অপরিপক্ক সম্পর্কে জীবনহনন- মিসেস খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পত্নীতলা এবং মো: হারুন, দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ।
মাদকাসক্তি-আইন-শাস্তি ও নিরাময়তা মো: শামসুল আলম শাহ্, ওসি, পত্নীতলা, উপজেলা।

উপরোক্ত বিষয়গুলোর আলোকে সহভাগিতা, প্রশ্নোত্তর আর সচেতনতার পর শপথ গ্রহণ করে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়। অতপরঃ “ তোমরাই জগতের আলো ও লবণ” এই মূলসুরের উপর ভিত্তি করে ২ এপ্রিল রোজ শনিবার অর্ধদিন ব্যাপী তপস্যাকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠিত হয়। নির্জনধ্যান পরিচালনা করেন সালেসিয়ান ফাদার যোস পাম্পাডেইল। দুই দিন ব্যাপী এই সেমিনার ও নির্জনধ্যানের যুবক-যুবতী অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৪৫ জন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল গমেজ

Please follow and like us: