গত ০৪-০৫ এপ্রিল রোজ মঙ্গলবার রহনপুর ধর্মপল্লীর কাটেখ্রিস্ট মাস্টার ও প্রার্থনা পরিচালকদের নিয়ে এক বিশেষ নির্জন ধ্যানের আয়োজন করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ২৬ জন কাটেখ্রিস্ট মাস্টার ও প্রার্থনা পরিচালক উপস্থিত ছিলেন। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে নির্জন শুরু করা হয় নির্জন ধ্যানের মূল বিষয় ছিল উপবাস, আধ্যাত্মিক খাদ্য প্রার্থ না, ৪০ দিনের আধ্যাত্মিক যাত্রা ও সেবাকাজ।

এই নির্জন ধ্যান পরিচালনা করেন চাঁদপুকুর মিশনের সহকারী পাল-পুরোহিত ফাদার সুবল কুজুর, সিএসসি। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন- তপস্যাকাল হল আমাদের আত্মশুদ্ধির কাল। তপস্যাকালে মূলত দুটো দিক আমাদেরকে খেয়াল রাখতে হয়। আর সেগুলো হল যা কিছু ভাল তা আরো বাড়িয়ে তোলার মধ্যদিয়ে পবিত্রতার দিকসমূহ অর্জন করা এবং আমাদের যা কিছু মন্দ আছে তা নিজ জীবন থেকে বাদ দিয়ে পাপের দিক থেকে নিজেকে শূণ্য করা। তাই, আমরা সহজভাবে বলতে পারি প্রায়শ্চিত্তকাল  হল পূর্ণ পবিত্রতা অর্জনের কাল এবং অপরদিকে প্রায়শ্চিত্তকাল হল পাপ পঙ্কিলতা ত্যাগ করার বিশেষ সময়। অর্থাৎ বর্জন করার সময়।

পাপস্বীকার, পবিত্র খ্রিস্টযাগ এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে নির্জনধ্যানের সমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফা: সুজন গমেজ

Please follow and like us: