গত ৮ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়ার অন্তর্গত চান্দুরিয়া গ্রামে জীবন্ত ক্রুশের পথ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও সুরশুনিপাড়া গ্রামের খ্রিস্টভক্তগণ বিভিন্ন গ্রামে গিয়ে জীবন্ত ক্রুশের পথ করেছে।  ৮  এপ্রিল সকাল ৮টার সময় ফাদার সিস্টার সহ ৪০ জন্য খ্রিস্টভক্ত চান্দুরিয়া গ্রামে যায় ও জীবন্ত ক্রুশের পথ করে। আর এই জীবন্ত ক্রুশের পথ করার মধ্য দিয়ে গ্রামের মানুষের বিশ্বাসের দৃঢ়তা আরও বৃদ্ধি পাচ্ছে। এই সুুন্দর সুযোগ করে দেওয়ার জন্য চান্দুরিয়া গ্রামের খ্রিস্টভক্তগণ পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তাকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার: রিজেন্ট সনেট কস্তা

Please follow and like us: