“ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”- এ মূলসুরকে ঘিরে বেসরকারী উন্নয়ন সংস্থা গতকাল কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণজয়ন্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা অডিটরিয়ামে উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু), মাননীয় সংসদ সদস্য-৪৭; নওগাঁ-০২, পত্নীতলা ও ধামইরহাট উপজেলা এবং সভাপতি- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাহার আলী, উপজেলা চেয়ারম্যান, ধামইরহাট উপজেলা এবং জনাব গনপতি রায়, উপজেলা নির্বাহী অফিসার, ধামইরহাট উপজেলা। অপরদিকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান; জনাব সাবিনা এক্কা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জনসংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, সমমনা এনজিও প্রতিনিধিসহ তিন শতাধিক মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কারিতাস নিজেদের কার্যক্রমের মাধ্যমে মানবতা প্রকাশ করছে। আর্তমানবতার  সেবা ও দুঃস্থ মানবতার সেবায় কারিতাস ব্যাপক কাজ করেছে। আমরা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে কারিতাসকে আশ্বস্ত করতে চাই কারিতাসের পথ চলা যেন আরও মসৃণ হয়, আরও বেগমনা হয়, আরও সুদৃঢ় হয় সেই আশ্বাস দিতে চাই। আমাদের হৃদয় মাঝে কারিতাসের আসন চিরস্থায়ী হয়ে আছে এবং চিরস্থায়ী হয়ে থাকবে। আমি ভবিষ্যতে কারিতাসের সকল কাজে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা করবো।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারিতাসের ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর জন্য আমি অভিনন্দন জানাই। কারিতাস বাংলাদেশের বিভিন্ন উপস্থাপনায় থেকে জানা গেছে যে,  সরকারের পাশাপাশি কারিতাসও দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এতে আমরা খুব আনন্দিত। ভালবাসা ও সম্মানের সাথে কাজ করতে আমরা কখনও কখনও ব্যর্থ হলেও কারিতাস তা সুচারু রূপে করছে। হৃদয়ের ভালবাসার অভাব পূর্ণ করছে। সকল নবী বিশ্বে এসে মানব সম্পদ তৈরীতে কাজ করছেন। যিশু-খ্রিস্টও তা করছেন। সরকারের সহযোগী সংস্থা হিসেবে কারিতাস যে কাজ বর্তমানে করে যাচ্ছে আশা করি ভবিষ্যতেও তা করে যাবেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে সার্বজনীন ভালোবাসা ও দয়ার কাজ বিস্তারে করণীয় বিষয়ে ইসলাম ধর্মের আলোকে সহভাগিতা করেন মোঃ জয়নাল আবেদীন (মুফাচ্ছির), অধ্যক্ষ, লোদীপুর দাখিল মাদ্রাসা, ধামইরহাট; হিন্দু ধর্মের আলোকে সহভাগিতা করেন জনাব নিষ্কৃতি কুমার মণ্ডল, প্রভাষক, বাংলা বিভাগ, আগ্রাদ্বিগুন কলেজ, ধামইরহাট এবং খ্রিস্ট ধর্মের আলোকে সহভাগিতা করেন রেভা. ফাদার প্যাট্রিক গমেজ, আহবায়ক, খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশ এবং সহকারী পাল পুরোহিত, মহিপাড়া ধর্মপল্লী, দূর্গাপুর উপজেলা, রাজশাহী।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল- মানব সেবামূলক কাজে একজন দুঃস্থ পরিবারকে ঘর প্রদান এবং দুইজনকে আয়বৃদ্ধিমূলক কাজের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান, কারিতাস বাংলাদেশ- ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে আবাসন সহায়তা প্রদান, আইজিএ সহায়তা প্রদান, অতিথিদের উত্তরীয় ও জুবিলী সম্মাননা প্রদানসহ ক্রেস্ট প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কারিতাসের এ সুবর্ণজয়ন্তী উৎসব পালনে ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল।

বরেন্দ্রদূত রিপোর্টার: অসীম ক্রুশ

Please follow and like us: