গত ২৭ শে এপ্রিল, ২০২২ খ্রি: রোজ বুধবার বিকেল ৫:৩০ মি. সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে ‘পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল’ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, মাধ্যমিক শাখার ইনচার্চ ফাদার পিউস গমেজ, বনপাড়া পৌরসভার মেয়র জনাব কে. এম. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান, ১নং জোয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ বড়াইগ্রাম শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, ২নং ওয়ার্ড কমিশনার আতাউর রহমান মৃধা, শেখ ফজিলাতুনেচ্ছা মহিলা অর্নাস কলেজের অধ্যাপক, গোপাল মৈত্র সহ গর্ভানিং বডি সদস্য বৃন্দ, ধর্মপল্লীর গ্রাম খ্রিস্টান নেতৃবৃন্দসহ, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষক/শিক্ষিকাসহ কর্মরত সকল কর্মীগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মোট ১০০ জন উপস্থিত ছিলেন।

ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ২০২২ খ্রি: উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পোপ ফ্রান্সিসের লেখা ফ্রাতেল্লী তুত্তী পত্রের আলোকে সকলের সামনে তা উপস্থাপন করে বলেন, ‘আমরা সবাই ভাই ভাই।’ কারণ ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলি না কেন? আমরা সকলে তাঁরই দ্বারা সৃষ্টি হয়েছি। তাই তো বলা হয়ে থাকে, “ধর্ম যার যার; কিন্তু উৎসব সবার।” এরই মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ, মিলন-বন্ধন, সংলাপ, পারস্পারিক সহযোগিতায় বেড়ে উঠতে সাহায্য করবে এবং ভবিষ্যৎ জীবনে কল্যাণকর বয়ে আনবে। তাই আমাদের চেষ্টা থাকবে কীভাবে এই প্রতিষ্ঠানকে আর সুনাম অর্জনের পথে পরিচালনা করতে পারি সেই প্রত্যাশা রাখি। এই প্রতিষ্ঠানটি বা স্কুলটি কাথলিক নামে পরিচিত। কিন্তু এই প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত। কে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ ও হিন্দু এখানে পরিমাপ করা হয় না। এই প্রতিষ্ঠানে সবারই লেখাপড়ার করার সুযোগ আছে। তাই আমার প্রিয় শিক্ষক/শিক্ষিকাবৃন্দ আমরা যেন আমাদের ছেলে-মেয়েদের বা সন্তাদের ‘মানবিক শিক্ষা প্রদানের মাধ্যমে মানুষ’ হওয়ার গঠন দিতে সাহায্য করার জন্য হাত বাড়াই’। শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

বনপাড়া পৌরসভার মেয়র জনাব কে. এম. জাকির হোসেন বলেন, ‘আমাদের দেশ অনেক দূর এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার কারণ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য সহযোগিতার মধ্যদিয়ে তিনি বহু মানুষকে কল্যাণ পথে নিয়ে যাচ্ছেন। আসুন, আমরা একত্রে মিলে মিশে কাজ করি এবং উন্নয়নশীল দেশ গড়ে তুলি এই কামনা করি। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!! বাংলাদেশ চিরজীবি হোক!!!

পরিশেষে সিনিয়র শিক্ষক মো: আব্দুল সালাম এবং ফাদার পিউস গমেজ প্রার্থনার মধ্য দিয়ে ইফতার মহাফিল শুরু করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: জের্ভাস মূরমূ

 

Please follow and like us: