গত ২৫-৩০ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ সময়কালে সিবিসিবি খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন কর্তৃক আয়োজিত “আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক জাতীয় প্রশিক্ষণ ২০২২” রাজশাহী ধর্মপ্রদেশের খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশন কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে দেশের প্রতিটি ধর্মপ্রদেশ এবং কারিতাস বাংলাদেশের আটটি আঞ্চলিক কার্যালয় তথা প্রধান কার্যালয়ের অংশগ্রহণে মোট অংশগ্রহণকারী ছিল ৬৪ জন। কর্মশালার প্রথমেই ছিল উদ্বোধন এবং স্বাগতিক ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও মহোদয়ের পৌরহিত্যে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক ধর্মপ্রদেশ তাদের কৃষ্টি ও সংস্কৃতির মধ্য দিয়ে তিলক, চন্দন, ফুল, নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা খাওয়ানোর মধ্য দিয়ে সকল অংশগ্রহণকারীকে বরণ করে নেয়া হয়।

জাতীয় এই কর্মশালার অনুষ্ঠান সূচি অনুসারে বিভিন্ন ধর্মের আলোকে বিভিন্ন ব্যক্তিগণ সহভাগিতা করেন। আন্তঃধর্মীয় সংলাপ সম্পর্কে উপস্থাপন করেন শ্রদ্ধেয় ফাদার কাকন এন. কোড়াইয়া, সংলাপ বিষয়ক দ্বিতীয় ভাটিকান মহাসভার দলিল এবং এর উত্তরকালীন ঐশতত্ত্ব এর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গমেজ, প্রাত্যহিক জীবন বাস্তবতায় সংলাপ এর উপর সহভাগিতা করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, সংলাপ সম্পর্কে শিক্ষা ও কার্যক্রম, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এর উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার অজিত কস্তা, ওএমআই। এছাড়া আন্তঃধর্মীয় সংলাপের আধ্যাত্মিকতা এর উপর সহভাগিতা করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, সংলাপের উপর এশীয় ধর্মতত্ত্ব ও এশীয় মণ্ডলির দলিলসমূহের উপর উপস্থাপনা করেন শ্রদ্ধেয় ফাদার প্রলয় ক্রুশ, অন্যান্য ধর্মের প্রতি খ্রিস্ট মণ্ডলির দৃষ্টিভঙ্গির উপর আলোচনা করেন শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কে. রোজারিও, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ। তাছাড়া বাস্তবজীবন ভিত্তিক সংলাপের উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার বব, এমএম, মি. সামশন হাঁসদা, সহকারী অধ্যাপক, রাজশাহী কলেজ, রাজশাহী।

বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংলাপের গুরুত্ব এবং এর উপর ইসলাম ধর্মের আলোকে সহভাগিতা করেন জনাব মোঃ আব্দুলাহ আল্ মাহমুদ, প্রভাষক, মতিহার কলেজ, রাজশাহী, সনাতন ধর্মের আলোকে সহভাগিতা করেন ড. হরিপ্রসাদ সিংহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বক্তাগণ মূলত প্রত্যেকেই তাদের ধর্মের মূলনীতি শান্তি ও সম্প্রীতির কথা বলেন। এছাড়াও অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল ৫টি দলের নাট্যাভিনয়ের মধ্য দিয়ে প্রশিক্ষণের বিষয়বস্তু উপস্থাপন; এটি ছিল একটি ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল কর্মসূচি এছাড়া শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুভূতি প্রকাশ ও সহভাগিতা। ছয়দিন ব্যাপি প্রশিক্ষণের শেষ দিনে সমগ্র প্রশিক্ষণের সার-সংক্ষেপন এবং কর্মপরিকল্পনা গ্রহণ আর এতে সহভাগিতা করেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য স্বীকৃতিস্বরূপ প্রতিটি অংশগ্রহণকারী ভাইবোনদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রশিক্ষণের সমাপনী লগ্নের মূল্যায়ন পর্বে প্রত্যেক অনুভূতি ব্যক্তকারী ইতিবাচক দিক তুলে ধরেন। প্রশিক্ষণার্থী সকলের হাতে সার্টিফিকেট তুলে দেন সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সভাপতি আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রশ মহোদয়ের পক্ষে সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গমেজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গমেজ, প্রোগ্রাম সমন্বয়কারী, আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক জাতীয় প্রশিক্ষণ এবং সেক্রেটারি, সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশন এবং সহকারী সেক্রেটারি, সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশন শ্রদ্ধেয়া সিস্টার সবিতা কস্তা, সিআইসি। সিবিসিবি আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, বাংলাদেশ উক্ত ছয়দিনব্যাপি প্রশিক্ষণের আয়োজন করে।

বরেন্দ্রদূত রিপোর্টার : উত্তম ফিলিপ ক্রুশ

Please follow and like us: