শোভাযাত্রা সহযোগে বিশেষ জপমালা প্রার্থনা : মা মারীয়ার মাস উপলক্ষ্যে গত ০২ মে ২০২২ বিকাল ৫:০০ টায় রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী চত্বরে মা মারীয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা সহযোগে বিশেষ জপমালা প্রার্থনা করা হয়। এতে প্রায় ৭০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। জপমালা প্রার্থনার শুরুতে ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানান এবং যুগে যুগে মা মারীয়ার প্রতি খ্রিস্টভক্তদের ভক্তি-ভালবাসার কথা উল্লেখ করে সকলকে প্রতিদিন জপমালা প্রার্থনা করার আহ্বান জানান। শোভাযাত্রা সহযোগে সকলে ভক্তিপূর্ণভাবে জপমালা প্রার্থনায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার অগ্রভাগে মা মারীয়ার মূর্তি এবং মূর্তির দু’পাশে দু’টি জ্বলন্ত প্রদীপ নিয়ে জপমালা প্রার্থনা করা হয়। প্রতিটি নিগূঢ় তত্ত্বের পর মা মারীয়ার গান করা হয়। ফাদার উত্তম রোজারিও, ফাদার সুরেশ পিউরিফিকেশন এবং সিস্টার শান্তি, সিআইসি-এর সহযোগিতায় ধর্মপল্লীর কয়ার গ্রুপের মেয়েরা জপমালা প্রার্থনা পরিচালনা করে।
জপমালা প্রার্থনার পর ফাদার সুরেশ পিউরিফিকেশন-এর পরিচালনায় গানের মাধ্যমে ধন্যা কুমারী মারীয়ার স্তব প্রার্থনা করা হয়। সর্বশেষে ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও সকলের উদ্দেশ্যে আশীর্বাণী প্রদান করেন এবং সকলকে আশীর্বাদ দিয়ে প্রার্থনানুষ্ঠান সমাপ্ত করেন।

বেদী সেবকদের নিয়ে বিশেষ সম্মেলন : বেদী সেবকদের প্রতিপালক সাধু ডমিনিক সাভিও-এর পর্বোপলক্ষ্যে গত ০৭ মে ২০২২ রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীর বেদী সেবকদের নিয়ে অর্ধদিবস ব্যাপী এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোট ৪৫ জন বেদী সেবক অংশগ্রহণ করে। সকাল ৬:০০ টায় বেদী সেবকদের মঙ্গল কামনায় বিশেষ খ্রিস্টযাগ করা হয়। সকাল ১০:০০ টায় প্রার্থনা, বাইবেল পাঠ ও গানের মাধ্যমে সম্মেলন শুরু হয়। ফাদার উত্তম রোজারিও সকলকে শুভেচ্ছা প্রদান করে স্বাগত বক্তব্য রাখেন এবং সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান করেন। ফাদার সুরেশ পিউরিফিকেশন বেদী সেবকদের প্রতিপালক সাধু ডমিনিক সাভিও-এর সংক্ষিপ্ত জীবনী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। বেদী সেবকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপস্থাপন করেন শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও।
বক্তব্য পর্ব শেষ হলে ফাদার সুরেশ পিউরিফিকেশন-এর তত্ত্বাবধানে প্রজেক্টরের মাধ্যমে সাধু ডমিনিক সাভিও-এর জীবনী ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। বেদীসেবকগণ অত্যন্ত মনযোগ দিয়ে সাধু ডমিনিক সাভিও-এর জীবনী ভিত্তিক ভিডিওটি দর্শন করে। এরপর সাধু ডমিনিক সাভিও-এর জীবনী ভিত্তিক কয়েকটি প্রশ্ন করা হয় এবং যারা সঠিক উত্তর প্রদান করে তাদেরকে পুরষ্কৃত করা হয়।
ফাদার ইম্মানুয়েল অংশগ্রহণকারী সকল বেদীসেবককে একটি করে জপমালা উপহার হিসেবে প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবাই মিলে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনের যাবতীয় কার্যক্রম সমাপ্ত করা হয়।

ফাদার উত্তম ও ফাদার সুরেশ-এর জন্মদিন পালন : গত ০৩ মে ২০২২ তারিখে ফাদার সুরেশ পিউরিফিকেশন (জন্ম: ৩ মে ১৯৮৬) -এর শুভ জন্মদিন উপলক্ষ্যে এ দিন সকালে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল গীর্জায় বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। এতে ফাদার সুরেশ-এর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। খ্রিস্টযাগের পর ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদার সুরেশ-কে গান, ফুল ও উপহার প্রদানের মাধ্যমে শুভেচ্ছা প্রদান করা হয়। অন্যদিকে, গত ০৭ মে ২০২২ তারিখ ফাদার উত্তম রোজারিও (জন্ম: ৭ মে ১৯৮৩)-এর জন্ম দিন উপলক্ষ্যে সকালের খ্রিস্টযাগে বিশেষ প্রার্থনা করা হয় এবং খ্রিস্টযাগের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ফাদার উত্তম ও ফাদার সুরেশ-এর জন্মদিন উপলক্ষ্যে ০৭ মে ২০২২ সন্ধ্যায় পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং রাজশাহী শহরের বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানের মোট ১৪ জন ফাদার রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে আগমন করেন এবং ফাদারদ্বয়কে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সকলে মিলে একসাথে প্রার্থনা ও সান্ধ্যভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে ফাদারদ্বয়ের জন্ম বার্ষিকী পালন করা হয়।

আন্তর্জাতিক মা দিবস উদযাপন : রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে গত ০৮ মে ২০২২, রোজ: রবিবার, সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত ধর্মপল্লীর ফাদারগণ ও খ্রিস্টীয়ান লাইফ বাংলাদেশ-এর উদ্যোগে আন্তর্জাতিক মা দিবস উদযাপন করা হয়। এতে মোট ৬৫ জন মা অংশগ্রহণ করেন। সকাল ৭:০০ টায় পাল-পুরোহিত ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও সকল মাদের মঙ্গল কামনায় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। সকাল ১০:০০ টায় উদ্বোধন প্রার্থনা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক মা দিবস-এর তাৎপর্য সম্পর্কে ফাদার ইম্মানুয়েল প্রধান বক্তব্য উপস্থাপন করেন। দিবসের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল: ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ, তিন জন প্রবীণা মা-কে উপহার প্রদান এবং উন্মুক্ত সহভাগিতা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিন জন মা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরিশেষে, শেষ প্রার্থনা ও টিফিন বিতরণের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

বিশ্ব আহ্বান দিবস উদযাপন : গত ০৮ মে ২০২২, রোজ: রবিবার রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিশ্ব আহ্বান দিবস উদযাপন করা হয়। এতে সর্বমোট ৮৫ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। বিকাল ৫:০০ টায় ক্যাথিড্রাল গীর্জায় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও এ উপলক্ষ্যে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন। সহার্পিত এ খ্রিস্টযাগে সহকারী পাল-পুরোহিত ফাদার উত্তম রোজারিও ও ফাদার সুরেশ পিউরীফিকেশন, ৭ জন ব্রতধারী সিস্টার ও আনুমানিক ৫৫০ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগের পর উদ্বোধন প্রার্থনা, আহ্বানের গান ও পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সিস্টার শোভন, এমসি তার ব্যক্তিগত জীবনাহ্বানের ইতিহাস এবং মাদার তেরেজার জীবনী ও এমসি সিস্টারদের সেবাকাজ সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। ফাদার উত্তম রোজারিও তার যাজকীয় জীবনাহ্বানের ইতিকথা সকলের সামনে উপস্থাপন করেন। মারীয়া বাম্বিনা সিস্টারদের পক্ষে সিস্টার লুসি, এসসি তাদের সম্প্রদায়ের সেবা কাজের বিষয়ে তার বক্তব্যে তুলে ধরেন।
পরিশেষে, ফাদার ইম্মানুয়েল সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং শেষ প্রার্থনা ও আশীর্বাদদানের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্ত করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: উত্তম রোজারিও

Please follow and like us: