![](https://www.barendradut.com/wp-content/uploads/2022/05/Addharkotha-News.jpg)
সেমিনারটি শুরু হয় প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন এবং নৃত্যের মাধ্যমে। যথাক্রমে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার উইলিয়াম মুর্মু, আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও এবং সেন্ট জেরোজা কনভেন্ট আন্ধারকোঠা-এর হাউজ সুপিরিয়র সিস্টার তেরেজা মার্ডি, এসসি । ফাদার প্রেমু রোজারিও তার উদ্বোধনী বক্তব্যে বলেন,“ঈশ্বরের উত্তম সৃষ্টির উত্তমতা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
![](https://www.barendradut.com/wp-content/uploads/2022/05/Andhakotha-2.jpg)
বরেন্দ্রদূত রিপোর্টার: তুষার বিশ্বাস
Please follow and like us: