প্রতি বছরের ন্যায় এবারও গত ১৭-২০ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশে খ্রীষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো বেদী সেবক-সেবিকাদের বাৎসরিক প্রশিক্ষণ সেমিনার-২০১৮। রাজশাহী ধর্মপ্রদেশের মোট ২১টি ধর্মপল্লী থেকে এ্যিিনমেটর সহ মোট ১৪৮ জন বেদী সেবক-সেবিকারা এই বাৎসরিক প্রশিক্ষণে অংশগ্রহন করে। এই সেমিনারের শুভ উদ্ধোধন করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মূর্মূ এবং খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক শ্রদ্ধেয় ফাদার নিখিল গমেজ। উদ্ধোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার শৈবাল রোজারি, শ্রদ্ধেয় ফাদার প্রশান্ত আইন এবং আরো দুজন সিস্টার ও চার জন সেমিনারীয়ান। প্রশিক্ষণ সেমিনারে সেবক-সেবিকাদের শিক্ষা, জীবন গঠন ও সেবা কাজ, পবিত্র বাইবেলের আলোকে সেবা কাজের আহ্বান, পুণ্য সাক্রামেন্তসমূহ ও বেদী সেবা : পরিচিতি ও ব্যবহার এবং জীবন গঠন ও সেইমত জীবন যাপন এর উপর বিশেষ ক্লাস দেওয়া হয় যাতে তারা ভালো মনের মানুষ হতে পারে এবং ধর্মপ্লীতে গিয়ে অন্যান্য সেবক সেবিকাদের উক্ত বিষয় সম্পর্কে জানাতে পারে এবং যীশুর ভালোবাসা বুঝতে পেরে তারা যেন ব্রতীয় জীবনে প্রবেশ করতে পারে। উক্ত সেমিনারে সেবক সেবিকারা বাইবেল কুইজ ও ব্রতীয় জীবন, যীশুর ভালোবাসার আহ্বন এর উপরে অভিনয় প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান এবং সাংস্কৃতিক অনুষ্ঠাসের মধ্যদিয়ে বেদী সেবক-সেবিকাদের বাৎসরিক প্রশিক্ষণ সেমিনারের সমাপ্ত ঘোষনা করা হয়।

Please follow and like us: