গত ৮ জুলাই ২০২২ সোমবার সাধ্বী রীতার ধর্মপল্লী মথুরাপুরে মহাসমারোহে উদযাপন করা হয় আহ্বান দিবস। আহ্বান দিবসের মূলসুর হিসেবে ছিল “ব্রতীয় জীবন আহ্বানে পরিবারের ভূমিকা”। সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে আহ্বান দিবসের কার্যক্রম আরম্ভ করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী। খ্রিস্টযাগের পরেই রেলী আরম্ভ হয় গির্জা প্রাঙ্গণ থেকে এবং তা মিশন চত্ত্বর ঘুরে গির্জাঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। অতঃপর টিফিন বিতরণ করা হয়। ৬ষ্ঠ শ্রেণী থেকে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী মোট ১৫৬ জন অংশগ্রহণ করে। উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় । অনুষ্ঠানের শুরুতেই ফাদার সুব্রত কস্তা ‘মানবীয় পরিবার : ব্রতীয় জীবনে যিশুর আহ্বান’ এ বিষয়ের উপর তার উপস্থাপনা দেন। তিনি তার উপস্থাপনায় বলেন, ‘পরিবার ছাড়া আমরা আমাদের কথা চিন্তাই করতে পারি না। একটি ভাল পরিবার, সমাজ ও ধর্মপল্লীর জন্য একটি বিশেষ আদর্শ এবং এমন আদর্শ পরিবার থেকেই ব্রতীয় জীবনে আসতে ছেলে-মেয়েরা বিশেষ আহ্বান পেয়ে থাকে। তবে, আমরা পারিবারিক কিংবা ব্রতীয় যে কোন জীবনেই যাই না কেন দুটি জীবনই আমাদের জন্য আহ্বান। তবে, আমরা যে জীবনাহ্বানেই বেঁছে নেই না কেন সে জীবনে কিন্তু আমাদের বিশ্বস্ত থাকতে হয়।
তারপরে ধারাবাহিকভাবে শ্রদ্ধেয়া সিস্টার আগ্নেশ কস্তা, এমসি রিজেন্ট পৌল পলাশ সরেন এবং অন্যান্য সিস্টারগণ তাদের জীবন আহ্বানের কথা সহভাগিতা করেন। শ্রদ্ধেয়া সিস্টার আগ্নেশ বলেন, দিন দিন আমাদের ছেলে-মেয়েরা উদাসীন হয়ে যাচ্ছে। ধর্মকর্ম করতে চায় না। বড়দের কথাও শুনতে চায় না। কিন্তু আমরা যদি সত্যিকারের খ্রিস্টবিশ্বাসী হই, তবে অবশ্যই যা ভাল তা আমাদের করতে হবে। জীবনটা অনেক সুন্দর যদি আমরা তা যাপন করতে পারি।
এরপর রিজেন্ট পৌল পলাশ সরেন যুবক-যুবতীদের উদ্দেশ্য করে বলেন, এই উঠতি বয়সে অনেকে অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্নের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে। এই ক্ষেত্রে দার্শনিক সক্রেটিসের কথা আমাদের স্মরণে রাখতে হয়, “নিজেকে জান।” কেননা, কেউ যখন নিজেকে জানতে পারে, নিজের ক্ষমতা বুঝতে পারে তখন সে ভুল করতে পারে না। তাই, নিজের নিজের ক্ষমতাকে দেখার চেষ্টা কর। যে ভাল করে গান করে সে ভাল করেই তা করুক, যে ভাল খেলতে বা নাচতে পারে সে তাই ভাল মত করুক। সব শেষে তিনি আরও বলেন, তোমরা নিজের জীবনকে ভালবাস।
সিস্টার যুথিকা, এসএমআরএও নিজের জীবনাহ্বান সহভাগিতা করতে গিয়ে বলেন, আমি ঈশ্বরের ডাক আমার জীবনে শুনেছি। তাই, তাঁকে অনুসরণ করছি। আমি প্রতিদিন আমার সেবাকাজের মধ্যদিয়ে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি।
দুপুর ১:৩০-২:৩০ পর্যন্ত দুপুরের আহার শেষ করার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে গ্রামের যুবক-যুবতীরা বেশ আনন্দের সাথে যোগদান করে। সবশেষে শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং বরিশাল ধর্মপ্রদেশের মনোনীত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও এর সহভাগিতা এবং পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরীর শেষ বক্তব্য ও প্রার্থনার মধ্যদিয়ে আহ্বান দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ১৯ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার মথুরাপুর মিশনে ক্যারিজ মেটিক দলের মায়েরা বিকাল ৪:০০ ঘটিকায় পবিত্র আত্মার কাছে প্রার্থনা করার জন্য একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ৪২ জন। তাদের প্রার্থনার মূলসুর ছিল “প্রার্থনায় ও ধ্যানে পবিত্র আত্মাকে আহ্বান”। এই প্রার্থনায় তারা খ্রিস্টমণ্ডলি, সমাজ ও জনগণের মঙ্গল কামনা করেন এবং তাদেরকে সহায়তা করার জন্য পবিত্র আত্মাকে আহ্বান করেন। প্রার্থনার মূলসুরকে কেন্দ্র করে সহভাগিতা রাখেন ফাদার স্বপন পিউরীফিকেশন। তিনি তার সহভাগিতায় বলেন, পবিত্র আত্মা হলেন আমাদের পরিচালক, যিনি সব সময় আমাদের পাশে পাশে থেকে সু-পথে পরিচালনা করেন এবং সকল বিপদ-আপদ থেকে আমাদের রক্ষা করেন। প্রার্থনা শেষে, সদস্যারা নিজেদের মধ্যেই দলকে পরিচালনার জন্য কয়েকজনকে বেঁছে নেন। অতঃপর, শেষ প্রার্থনা ও শ্রদ্ধেয় ফাদারের আশীর্বাদের মধ্যদিয়ে এই প্রার্থনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন