অষ্ট্রিয়ার ভিয়ানায় অবস্থিত বাঙ্গালী যাজকগণ ও খ্রিস্টভক্তগণের সম্মিলিত উদ্যোগ ও আয়োজনে এবং ভিয়েনা মহাধর্মপ্রদেশের অন্তর্গত ‘সুটেল ধর্মপল্লী’র (Pfarre am Schuettel) পাল-পুরোহিত ও খ্রিস্টভক্তগণের সার্বিক সহযোগিতায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে “প্রয়াত শ্রদ্ধেয় ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু-এর ১ম মৃত্যুবার্ষিকী” উদযাপন করা হয় বিগত ২০ শে আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ জন যাজক, ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ ও বাঙ্গালী খ্রিস্টান কমিউনিটির বেশ কয়েকজন খ্রিস্টভক্ত।
প্রয়াত শ্রদ্ধেয় ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু-এর আত্মার চিরশান্তি কামনায় বিকাল ৪ টার সময় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সিজার কস্তা এবং সহার্পণকারী ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ড. ফাদার মিখায়েল চিউরেজ।
পবিত্র খ্র্রিস্টযাগের পর প্রয়াত শ্রদ্ধেয় ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু-এর উপর স্মৃতিচারণ করা হয়। প্রথমে, স্মৃতিচারণ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ড. ফাদার মিখায়েল চিউরেজ। স্মৃতিচারণে ধর্মপল্লীর পাল-পুরোহিত বলেন, ‘প্রয়াত শ্রদ্ধেয় ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু ধর্মপল্লীতে প্রায় ৪ বছর অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালকীয় সেবাদায়িত্ব পালন করেছেন। সবার সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তিনি একজন সুন্দর মনের যাজক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং প্রার্থনা করছি, ঈশ্বর যেন তাঁর এই ভক্তসেবককে শাশ্বত জীবন দান করেন।’ এরপর স্মৃতিচারণ করেন শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী। ফাদার মারান্ডী ফাদার বিকাশ রিবেরু-এর বিভিন্ন গুণাবলী নিয়ে আলোকপাত করেন এবং উপস্থিত সকল খ্রিস্টভক্তকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতঃপর, ফাদার সিজার কস্তা ধর্মপল্লীর গীর্জাঘরে শ্রদ্ধেয় ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু-এর ১ম মৃত্যুবার্ষিকী উদযাপন করার সুযোগ দানের জন্য ধর্মপল্লীর পাল-পুরোহিত ও খ্রিস্টভক্তগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানকে সার্থক করার জন্য ভিয়েনায় অবস্থিত সকল খ্রিস্টভক্তকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, অনুষ্ঠানের পর বাঙ্গালী খ্রিস্টভক্তগণের আয়োজনে সকলের জন্য বাঙ্গালী খাবারের আয়োজন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সিজার কস্তা