গত ২৮ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ শনিবার সাধু ফ্রান্সিস জেভিয়ারের ধর্মপল্লী ভবানীপুরে, দক্ষিণ ভিকারিয়ার মিটিং করা হয়। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ১১ জন ফাদার, ১০ জন সিস্টার এবং ৫০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। সেই সাথে রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও ফাদার বিশ্বনাথ মারান্ডী এতে যোগদান করেন। মিটিং শুরুতেই ভিকার জেনারেলসহ সকল ফাদারদের এবং রাজশাহী ধর্মপ্রদেশের গুল্টা ধর্মপল্লীতে কাজ করতে আসা দুইজন এলএসসি সিস্টারকে ফুলের তোরা দিয়ে সভা বরণ করে নিয়ে শুভেচ্ছা ও স্বাগত   জানানো হয়।

মিটিংএর শুরুতে স্বাগত বক্তব্য দেন, স্বাগতিক ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার রুহিত এস জে। তিনি তার বক্তব্যে, বিশেষভাবে সভার মূলসুর  “সিনোডাল মণ্ডলি : মিলন, অংশগ্রহণ এবং প্রেরণ” এর কথা উল্লেখ করে বলেন যে, ‘আমরা যেন প্রত্যেকে স্ব-স্ব স্থানে থেকে মিলন, অংশগ্রহণ এবং প্রেরণকার্য্য করতে পারি।’

সভায় মূলত: সিনোডাল মণ্ডলি হওয়ার পথে যে, অন্তরায় আছে তা খুঁজে বের করে, মিলন, অংশগ্রহণ এবং প্রেরণকাজের মাধ্যমে কীভাবে আরো সক্রিয় স্থানীয় মণ্ডলি হতে পারি; সেই বিষয়ে মতামত দেন এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন দিক-নিদের্শনা দেন এবং পরিকল্পনা গ্রহণ করেন।

সভার শেষে ভিকারে জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী তার বক্তব্যে বলেন, ‘আমাদের আজকের এ মিটিং সত্যিই খুব ভাল হয়েছে এবং প্রাণবন্ত হয়েছে। তাই, আমরা যেন সকলে মিলে সিনোডাল মণ্ডলি হয়ে উঠি আমাদের মিলন,অংশগ্রহণ এবং খ্রিস্টের প্রেরণ কাজের মধ্য দিয়ে।’

মিটিং শেষে দক্ষিণ ভিকারিয়ার আহ্বায়ক ফাদার শিশির গ্রেগরী সকল ধণ্যবাদ জ্ঞাপন করেন এবং আহŸান জানান মিটিং যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো যেন ধর্মপল্লীতে বাস্তবায়নের মাধ্যমে সিনোডাল মণ্ডলি হয়ে উঠি। তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা সকলে মিলন সমাজ গড়ি, মণ্ডলির কাজে অংশগ্রহণ এবং খ্রিস্টের প্রেরণধর্মী কাজসমূহকে এ জগতে বাস্তবায়ন করি।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: