গত ১৭ই নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে বিকাল ৪:১৭ মিনিটে ডিকন উজ্জ্বল সামুয়েল রিবেরু’র মঙ্গল কামনা করে পবিত্র সাক্রামেন্তের আরাধনা এবং পরে আশির্বাদের অনুষ্ঠান ঘন্টা করা হয়। এই আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল,  ফাদারগণ, সিস্টারগণ বিভিন্ন মিশন থেকে আগত ডিকনের আত্মীয় স্বজন এবং ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ। মঙ্গল-আশির্বাদ অনুষ্ঠানের শেষে ডিকন উজ্জ্বলকে নিয়ে সেমিনারীয়ানগণ এবং ধর্মপল্লীর যুবক-যুবতীগণ তাদের আনন্দ অভিবাদন জ্ঞাপন করেন কীর্তন গানের মাধ্যমে।

১৮ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ডিকন উজ্জ্বল সামুয়েল রিবেরু যাজকপদে অভিষিক্ত করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও। বিশপ মহোদয়ের সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ,  লূর্দের রাণী ধর্মপল্লী, বনপাড়ার পাল-পুরোহিত ফাদার দিলীপ এস.কস্তা,  এবং রাজশাহী ও অন্যান্য ধর্মপ্রদেশ থেকে প্রায় ৫০ জন ফাদার। সেই  সাথে পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সিস্টারগণসহ  প্রায় ২ হাজারের অধিক খ্রিস্টভক্তগণ।

খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ মহোদয় বলেন- বনপাড়া ধর্মপল্লীর সন্তান এবং ধর্মপ্রদেশের বিশপ হিসেবে আজ আমি আনন্দ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কেননা, ঈশ্বর তাঁর ভালবাসার উপহার হিসেবে আমাদের ধর্মপ্রদেশে একজন যুবককে যাজক হিসেবে দান করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজবক যিনি যাজকপদে  অভিষিক্ত ডিকন উজ্জ্বলের পরিবারকে। কেননা, উদারভাবে তারা তাদের সন্তানকে ঈশ্বরের নামে মণ্ডলিতে তথা ঐশ জনগণের সেবার্থে উৎসর্গ করার জন্য। ডিকন উজ্জ্বল রিবেরু ঈশ্বরের আহ্বান পেয়ে মনোনীত হয়ে আজকে আমাদের সামনে প্রস্তুত হয়েছে; যেন ঈশ্বর ও খ্রিস্টমণ্ডলির সেবায় সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়ে যাজকপদে অভিষিক্ত হতে পারে। আমরা আজকে তাঁকে অভিনন্দন জানাই। শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আমরা তার জন্যে প্রার্থনা করি যেন, ঈশ্বরের যে আহ্বান সে গ্রহণ করেছে: সেই আহ্বানে যেন সাড়া জীবন বিশ্বস্ত থেকে যাজকীয় জীবনের অঙ্গীকার তার জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ততার সাথে রক্ষা করে চলতে পারে। আমরা আজকে স্মরণ করি, তার শ্রদ্ধেয় পিতাকে এবং তাঁর শ্রদ্ধেয়া মাকে, ভাই-বোনদেরকে এবং আত্মীয়-স্বজনদেরকে তার এই গঠনের পথে যারা সাহায্য-সহযোগিতা করেছেন সর্বোপরি যারা তার জন্য প্রার্থনা করেছেন আমরা সকলকেই ঈশ্বরের কাছে রাখি ঈশ্বরের আশির্বাদ চাই আমাদের সকলের উপরে আমরা যারা এখানে এসেছি আমরা আজকে তার জন্য প্রার্থনা করব তাকে সমর্থন করব শুধু এই দিনটাতে নয় সবসময়। বিশেষভাবে নব অভিষিক্ত ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু, যাজক হয়ে যতদিন ঈশ্বরের সেবা করবে ততদিন আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি।

লূর্দের রাণী ধর্মপল্লী বনপাড়া’র পাল-পুরোহিত ফাদার দিলীপ এস.কস্তা বলেন- আজকে বনপাড়া ধর্মপল্লীর জন্য অনেক আনন্দের ও আশির্বাদের দিন। আমাদের ধর্মপল্লীর সন্তান উজ্জ্বল সামুয়েল রিবেরু জীবন সাধনা অধ্যয়ন ও প্রার্থনার মধ্যদিয়ে আজকে এই বেদী প্রান্তে উপস্থিত হয়েছে। বর্তমান বাস্তবতায় এটি একটি  গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বাস্তবতার মধেই আমাদের  এই ভাই যে. এগিয়ে এসেছে আধ্যাত্মিকভাবে এবং যাজকীয় জীবনাহ্বানে দিতে তার তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । ধর্মপল্লীর সবাইকে সার্বিক সহযোগিতা-সহভাগিতা, সাহায্য-সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ-কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। নব অভিষিক্ত যাজক উজ্জ্বল সামুয়েল রিবেরুকে আত্ম-নিবেদনের যাত্রা পথ শুভ-সুন্দর-মঙ্গলময় চেতনায় পূর্ণ হোক। শুভেচ্ছা-অভিনন্দন ও প্রার্থনা রইল যাজকীয় জীবনের যাত্রা পথে। ঈশ্বরের মঙ্গল ইচ্ছা সবার উপর বর্ষিত হোক।

নব অভিষিক্ত ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- আমি আমার যাজকীয় জীবনের মটো হিসেবে বেছে নিয়ে বাইবেলের এই উক্তি, “আমিই তোমাকে মনোনীত করেছি ও নিযুক্ত করেছি” যিশুর এই কথা আমি বিশ্বাস করি। মহাযাজক বন্ধু যিশু আমাকে মনোনীত না করলে হয়তো আমি কখনো সেমিনারীতে প্রবেশ করতাম না। হয়তো সেমিনারীর যাত্রাও শুভ হতো না, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিক শক্তি পেতাম না। সেই সাথে আমাদের ধর্মপ্রদেশীয় যাজকদের প্রতিপালক  সাধু জন মেরি ভিয়ান্নী উক্তিটি উচ্চারণ করে বলতে চাই  “যাজকত্ব হলো যিশু হদয়ে ভালোবাসা, একটি উপহার।” আমি উপলব্ধি করি, আমি তা হওয়ার অযোগ্য, দীন ও মূর্খ হওয়া সত্ত্বেও মহাযাজক প্রভু যিশুখ্রিস্ট আমাকে তাঁর যাজকত্বে অংশী করেছেন। যিশুর এই যাজকত্বকে আমি আমার জীবনে শ্রেষ্ঠ উপহার হিসেবেই গ্রহণ করছি।

Please follow and like us: