গত ৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ ঢাকা ধর্মপ্রদেশের তুমিলিয়ায় এসএমআরএ সম্প্রদায়ের মাতৃগৃহে অনুষ্ঠিত হলো সিস্টার মেরি নিশি, এমএমআরএ – এর প্রথম ব্রত গ্রহণের অনুষ্ঠান খ্রিস্টযাগ। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকা ধর্মপ্রদেশের ধর্মপাল আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ। পবিত্র খ্রিস্টযাগের শুরুতে সিস্টার নিশির হতে জ্বলন্ত প্রদীপ তুলে দেওয়া হয় । পরে নৃত্য এবং শোভাযাত্রা সহকারে ভক্তিপূর্ণ অন্তরে সকলে গির্জায় প্রবেশ করেন।

সিস্টার মেরি নিশি, এসএমআরএ গোপালপুর ধর্মপল্লী নিবাসী আমাতুস রোজারিও এবং ময়না বিশ্বাসের ৩ সন্তানের মধ্যে দ্বিতীয়। সে গোপালপুর সাধু ডন বস্কো প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পাস করে। রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পরীক্ষা পাস করেন। এরপর এসএমআরএ সম্প্রদায়ে যোগদানের পর মেরি হাউস থেকে এইচএসসি পরীক্ষা লিখে সিস্টার হওয়ার মানসে দড়িপাড়ায় অবস্থিত খৃষ্টসাধনা গৃহে প্রবেশ করেন।
আর্চ বিশপ বিজয় ক্রুশ খ্রিস্টযাগের উপদেশে সকলকে অনুপ্রাণিত করে বলেন, ব্রত জীবন যেনো লজিক এর জীবন না হয়, এইটাই যেনো হয় একমাত্র পছন্দ । তিনি আরো বলেন, ঈশ্বর আমাদের বিভিন্নভাবে আহ্বান জানান তার জন্য কাজ করতে, আর আমদের দায়িত্ব হলো আমাদের সেই আহ্বান আবিষ্কার করা।”
ব্রতগ্রহণের অনুভূতি প্রকাশ সিস্টার নিশি বলেন, ” আজ আমি অনেক খুশি , কারণ আজ আমার সপ্ন পূরণ হয়েছে,  কেননা আজ আমি সিস্টার হিসেবে আমার প্রথম ব্রত গ্রহণ করে ঈশ্বরের কাছে আমার নিবেদন করতে পেরেছি। আমি যেন সারা জীবন ঈশ্বরের সেবায় জীবন কাটাতে পারি।”  তার ছোট বোন ইতি রোজারিও বলেন, “আমি দিদির আনন্দ দেখে; নিজে এতোটাই আনন্দিত যে  তা বলে বুঝাতে পারব না,  আমার মধ্যে, একটা অন্যরকম অনুভুতি কাজ করছে।”
বরেন্দ্রদূত রিপোর্টিার : তুষার বিশ্বাস
Please follow and like us: