“প্রভু আমায় ডেকেছো, এইতো আমি” এই মূলসুরের উপর ভিক্তি করে গত ৩ থেকে ৫ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হলো আহ্বান বিষয়ক সেমিনার। এই আহ্বান বিষয়ক সেমিনারে বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৪৩ জন অষ্টম শ্রেণির ছাএীরা অংশগ্রহন করেন। নিজেদের জীবন আহ্বান বুঝার জন্যই মুলত: এই সেমিনারের আয়োজন করা হয়। ব্রতধারিনীদে জীবন আহ্বান সম্পর্কে সহভাগিতা করেন সিস্টার শিবলী, এমপিডিএ, সিস্টার মারীয়া দাস, সিআইসি এবং মিসেস স্কলোশটিকা হাঁসদা। দুইদিন ব্যাপি এই সেমিনারের মধ্যে ছিলো প্রার্থনা অনুষ্টান, দলীয় আলোচনা, মুক্তাআলোচনা, রাজশাহীতে অবস্থিত বিভিন্ন সিস্টার কনভেন্ট পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্টান। এই সেমিনারে ছাএীরা অংশগ্রহন করে অত্যন্ত খুশি কারন তাদের নিজেদের জীবন আহ্বান বুঝার জন্য এই প্রোগ্রামটি অনেক সহায়ক হয়েছে বলে তারা মনে করেন।
খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো আহ্বান বিষয়ক সেমিনার
Please follow and like us: