গত ৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিটি ধর্মপল্লীতে প্রয়াত পোপ বেনেডিক্ট-এর স্মরণে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
ঐ দিন সন্ধা ৬:৩০ মিনিটে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট এর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন ফাদার উত্তম রোজারিও, ফাদার নবীন পিউস কস্তা ও ফাদার সুরেশ পিউরীফিকেশন। এছাড়া ব্রাদার, সিস্টারসহ প্রায় ৫০০ খ্রিস্টভক্ত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগের শুরুতেই প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট এর ছবিতে মালা প্রদান ও মোমবাতি প্রজ্জ্বলন করে বিশেষ সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন পরম শ্রদ্ধেয় বিশপ।
তিনি তার উপদেশ সহভাগিতায় বলেন, প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্ট একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন। তিনি বিশ্বমণ্ডলিতে খ্রিস্টের প্রতিনিধিরূপে সুন্দরভাবে পরিচালনা দান করেছেন। তিনি একজন ঐশ্বতত্ত্ববিদ ছিলেন। তিনি মণ্ডলির ঐশ্বতাত্ত্বিক বিষয়ে অনেক অবদান রেখেছেন। আমরা আজ শ্রদ্ধাভরা অন্তরে তাঁর কথা স্মরণ করি। ঈশ্বরকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদের খ্রিস্টমণ্ডলিকে পরিচালনার জন্য এই মহান পোপকে দান করেছেন। আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন তাঁর এই বিনম্র সেবককে তাঁর অনন্তধামে স্থান দেন।
খ্রিস্টযাগের পর শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও সকলকে এই বিশেষ খ্রিস্টযাগে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেদন করেন।
বরেন্দ্রদূত নিজস্ব রিপোর্টার