গত ১৫ জানুয়ারি, রবিবার ফৈলজানা ধর্মপল্লীতে আনন্দমুখর পরিবেশে শিশু ও এনিমেটরদের অংশগ্রহণে শিশু মঙ্গল দিবস ২০২৩ উদযাপন করা হয়।

সকাল সোয়া নয়টায় রবিবাসরীয় খ্রিস্টযাগের মধ্র দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ধর্মপল্লীর পাল -পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি’র সহাপর্ণে খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন ফাদার বিকাশ কুজুর, সিএসসি। ফাদার বিকাশ বলেন তার উপদেশ বাণীতে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ বিনিমার্ণে আজকের শিশুদেরকে ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষাসহ সুস্থ দেহ- মনে বেড়ে উঠতে শিশুদের প্রতি আরো যত্নবান হওয়ার জন্য অভিভাবক এবং শিশু পরিচালিকাগণকে আহ্বান জানান। শিশুদের গঠনদান যে সকলের একটি নৈতিক দায়িত্ব সেই বিষয়েও আলোকপাত করেন ।

খ্রিস্টযাগের পরপরই শিশুরা বিভিন্ন শ্লোগান দিয়ে র্্যালী করে মিশন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পাল পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও উক্ত দিবসকে কেন্দ্র করে বলেন, সিনোড্রাল চার্চের মূল বিষয় হলো মিলন, অংশগ্রহণ ও প্রেরণ। এরই বাস্তবায়নে শিশুদের একতার মধ্য দিয়ে মণ্ডলিতে  প্রেরণধর্মী কাজে অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনা বাড়াতে শিশুদেরকে  সেই ভাবেই যেন গঠন দেয়ার জন্য সকলকে অনুপ্রেরণা দান করেন।

উক্ত দিবসের কর্মসূচিতে ছিলো বাইবেলের কাহিনী ভিত্তিক অভিনয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুরা তাদের অভিনয়ের মাধ্যমে বাইবেলের একেকটি ঘটনা সুন্দরভাবে উপস্থাপন করে। সাংস্কৃতিক আয়োজনে অভিনয়, নাচ- গানে অংশগহণে আনন্দময় দিন উদযাপন করে। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পরিসমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার: কামনা কস্তা

Please follow and like us: