গত ১০ জানুয়ারি ২০২৩ খ্রি: মঙ্গলবার সাধু আন্তনীর গির্জা মহিপাড়া ধর্মপল্লীতে নতুন ব্রত গ্রহণকারী সিস্টার দিপ্তী আন্তনীয়তা টুডু’কে সম্বোর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়। দিনের শুরুতে তাকে নিজ বাড়ী থেকে ধর্মপল্লী প্রাঙ্গনে সান্তালী নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হয়। তার এই সম্বোর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও আগমন করলে তাদের ফুলের মালা দিয়ে ও উরাঁও নৃত্যের মাধ্যমে গির্জায় নিয়ে আসা হয়। এই অনুষ্ঠানের খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করে বিশপ জের্ভাস রোজারিও এবং তাকে সহযোগীতা করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরীফিকেশন ও সহকারী পাল-পুরোহিত ফাদার বাপ্পী এন. ক্রুশ। বিশপ তার উপদেশে নতুন সিস্টারকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এই জীবনে প্রবেশ করার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা কাজ করতে আগ্রহী হবার জন্য। সেই সাথে ধর্মপল্লীর যুবক-যুবতী ও শিশুদের ব্রতধারী-ও ব্রতধারিণী হতে আমন্ত্রণ এবং উৎসাহমূলক কথা বলেন। খ্রিস্টযাগ শেষে ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও তাকে শুভেচ্ছা জানানো হয় এবং উপহার প্রদান করা হয়। পরিশেষে, দুপুরের প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বাপ্পী এন. ক্রুশ