“সকল প্রশংসা ও মহিমা তোমারই প্রভু”
গত ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী ও তার খ্রিস্টভক্তগণের জন্য ছিল মিশ্র অনুভূতির মাহেন্দ্রক্ষণ। নতুন পালপুরোহিত ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডীসহ দুইজন সহকারী পালপুরোহিত শ্রদ্ধেয় মুন্সিনিয়র ফাদার মার্শেলিউস তপ্ন, ফাদার লিটন কস্তা’ র আগমনের ঐশ আশীর্বাদের আনন্দ অন্য দিকে তিন বছর নিরলস প্রচেষ্টা ও বিশ্বস্ত ভাবে সেবাদায়িত্ব পালন করা শ্রদ্ধেয় ফাদার যোহন উত্তম রোজারিও এবং ফাদার সুরেশ জন বস্কো পিউরীফিকেশন এর বিদায়ে কষ্টের ব্যথা। বরণ ও বিদায়ী পবিত্র খ্রিস্টযাগে পুরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের মহামান্য বিশপের পক্ষে চ্যাঞ্চেলর শ্রদ্ধেয় ফাদার প্রেমু তার্সিসিউস রোজারিও, সাথে উপস্থিত ছিলেন নতুন পালপুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার লিটন কস্তা, ফাদার যোহন উত্তম রোজারিও, ফাদার সুরেশ পিউরীফিকেশন, ফাদার শ্যামল জেমস্ গমেজ। পবিত্র খ্রিস্টযাগের পর পরই ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বিদায় দেওয়া হয় ফাদার উত্তম ও ফাদার সুরেশকে। অন্য দিকে বরণ করা হয় নতুন পালপুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী ও ফাদার লিটন কস্তাকে। উল্লেখ্য এই ধন্যবাদ- কৃতজ্ঞতা ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল জেমস গমেজ

Please follow and like us: