“যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তা-ই আমার প্রতি” এই স্লোগানকে সামনে রেখে বিগত ২৪ জানুয়ারি আনন্দঘন পরিবেশে মুক্তিদাতা হাইস্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে সকল ধর্মের অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম, কাউন্সিলর, ২নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লিটন কস্তা, ভুমি সেক্রেটারি, রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি। অতিথিদের আসন গ্রহণ ও উদ্বোধনী সংগীত “যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তা-ই আমার প্রতি” দ্বারা অতিথিদের ফুলের তোড়া ও ব্যাচ প্রদান করে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে, এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। গরীব অসহায় মানুয়ের পাশে দাঁড়ানো এবং সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলেরই নৈতিক দায়িত্বের মধ্যে পরে। তাই, সকলকে এই ধরনের কাজে এগিয়ে আসতে প্রধান অতিথি সকলকে বিশেষ ভাবে আহবান করেন। বিদ্যালয়ে এই ধরনের মানবিক কাজে উৎসাহ প্রদান করে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আমাদের পাশে সবসময়ই থাকবেন।
এখানে উল্লেখ্য যে, ১৯৮৭ ব্যাচ, সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ ঢাকা, মি. এ্যাথেলবার্ট পিনেরু, প্রাক্তন শিক্ষক, হলিক্রস হাই স্কুল ঢাকা, ও মুক্তিদাতা হাই স্কুলের সম্মিলিত সহযোগিতায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন