“তোমরাই জগতের লবণ ও আলো” পবিত্র বাইবেলের বাণীর স্পর্শে এবং “অংশগ্রহণকারী মণ্ডলি গঠনে যুবাদের সক্রিয় ভূমিকা” এই মূলসুরকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা, বাগানপাড়ায় সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো এক যুব সেমিনার। অত্র ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী ও ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ, ধর্মপ্রদেশীয় চ্যাপলেইন বিসিএসএম ও সহকারী যুব সমন্বয়কারীর সহার্পিত পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। সেমিনারের মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার প্রশান্ত আনন্দ। এছাড়া প্রথম দলে “প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই শিক্ষার্থীদের জ্ঞানক্ষুধা সীমিত করে তুলেছে” এবং দ্বিতীয় দলে “বৃদ্ধ পিতা মাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা” এই দুটি প্রতিপাদ্যকে কেন্দ্র করে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া অর্থপূর্ণ, সুন্দর ও সঠিক ভাবে পবিত্র বাইবেল পাঠ প্রতিযোগিতা বাইবেল এবং খ্রিস্টমণ্ডলির বিশ্বাস সংক্রান্ত বিষয়ের উপর যুবাদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। সারাদিন ব্যাপী এই যুব সেমিনারে আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর সহকারি পালপুরোহিত শ্রদ্ধেয় মুন্সিয়র ফাদার মার্শেল ফিলিপ তপ্ন, ফাদার শ্যামল জেমস গমেজ, ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, পালকীয় পরিষদের সদস্যগণ। উক্ত সেমিনারে অংশগ্রহণকারীর মোট সংখ্যা ছিল ১৫০ জন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল জেমস গমেজ