কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসন চত্তরের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয় এবং ভাষা শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। উক্ত অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রমের নেতৃত্বে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন অসীম ক্রুশ, ইনচার্জ, দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর; ফ্রান্সিস কিস্কু, ঊর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের শিশুরা। প্রভাত ফেরি কারিতাস রাজশাহীর আঞ্চলিক অফিস হতে শুরু হয়ে শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়।
অপর আরেক অনুষ্ঠানে ফেডারেশন অব এনজিও ফোরামের আয়োজনে কারিতাসের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন র্যান্সি রুথ হাঁসদা, কর্মসূচি কর্মকর্তা, আলোকিত শিশু প্রকল্প, এসএম জিল্লুর রহমান, ন্যাশনাল কো-অর্ডিনেটর, সাফবিন প্রকল্প এবং কার্তিক মিঞ্জ, আঞ্চলিক ব্যবস্থাপক, কারিতাস মাইক্রো ক্রেডিট কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে ভূবনমোহন পার্ক, সাহেব বাজার রাজশাহীতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ