গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শনিবার স্পেন দেশের MANOS UNIDAS এর প্রতিনিধি, কারিতাস রাজশাহী অঞ্চলের আরডি এবং রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিনিধিগণ “সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়” পরিদর্শন করতে আসেন। তাদেরকে স্কুল গেটে বরণ করে নেন স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায়, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি’কস্তা এবং অন্যান্য শিক্ষকমণ্ডলি। এ সময় ছাত্র-ছাত্রীগণ প্রবল করতালির মধ্যদিয়ে তাদেরকে স্কুলে স্বাগতম জানান। আসন গ্রহণের পর তাদেরকে নৃত্য ও ফুলের মালার মধ্য দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানানো হয়।

এ সময় মিসেস রোসিও বনেট তার বক্তব্যে বলেন, “আমি অনেক দূর দেশ ইউরোপ থেকে এসেছি এবং এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। আমি তোমাদের দেখে অত্যন্ত খুশি। তোমরা ভবিষ্যৎ জীবনের জন্য লড়াই বা যাত্রা করছো। তোমাদের অনেক স্বপ্ন আছে, স্বপ্ন পূরণের জন্য অনেক পড়াশুনা করতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা”। মিসেস জিমেনা ফ্রাংকোস বলেন- “আমি স্পেন থেকে এসেছি, তোমাদের দেখে অনেক খুশি ও আনন্দিত। তোমরা আমাদেরকে অনেক সুন্দর ভাবে বরণ করে নিয়েছো এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছো সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ”। এরপর স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মণ্ডলির সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। তারা বিদ্যালয়ের পুরাতন ও নতুন বিল্ডিং পরিদর্শন করেন। এরপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান শিক্ষক ও সভাপতি অতিথিগণকে উপহার প্রদান করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস রোসিও বনেট, মিসেস জিমেনা ফ্রাংকো, মিষ্টার কমল গান্ধাই, মি. ডেভিট হেম্ব্রম (আরডি), ফাদার উইলিয়াম মূর্মূ (বিশপের প্রতিনিধি), স্কুলের প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায়, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার সুশান্ত ডি’ কস্তা, অসীম ক্রুশ, ফাদার অনিল মারান্ডী, স্কুল ম্যানেজিং কমিটির প্রতিনিধিগণ, সেন্ট লুইস প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলি ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় তারা বোর্ণী ধর্মপল্লী এবং ধর্মপল্লীর ছেলে ও মেয়েদের হোস্টেল পরিদর্শন করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার অনিল মারান্ডী

Please follow and like us: