গত ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বুধবার “মারীয়াবাদ ধর্মপল্লীতে” বোর্ণী ক্রেডিটের উদ্যোগে ফা. এ, কান্তন মিলনায়তনে সারাদিন ব্যাপী নারী দিবস উদযাপন করা হয়। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয়: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৪৫০ জন নারী অংশগ্রহণ করে। সকাল ৮:০০ রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’ কস্তা, অত্র ক্রেডিটের চেয়ারম্যান মি. অসীম মাইকেল দেশাই এবং নারীদের মধ্যে একজন নেত্রী। জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠের পর নারীরা ফেস্টুন, ব্যানারসহ স্লোগান দিতে দিতে একটি রেলী করেন। এতে তাদের বিভিন্ন অধিকারের কথা তুলে ধরা হয়। প্রত্যেকটি গ্রামের একজন করে প্রতিনিধি প্রদীপ প্রজ্জ্বলন করেন। দিনের তাৎপর্য তুলে ধরেন সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস জয়ন্তী লাভলী ডি’ কস্তা। তিনি নারীদের বিভিন্ন অধিকার, মূল্যবোধ ও নৈতিকতার উপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে পরিবারে শ্বশুর-শ্বাশুড়িকে সহযোগিতার আহ্বান জানান। শুভেচ্ছা বক্তব্যে ধর্মপল্লীর পাল-পুরোহিত ও প্রধান অতিথি ফা. সুশান্ত ডি’ কস্তা সকল নারীদেরকে নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পরিবারে বউ-শাশুড়ির মধ্যে সুসম্পর্ক এবং ছেলে-মেয়েদের নৈতিক গঠন দানের ব্যাপারে গুরুত্বারোপ করেন। জোনাইল খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মি. অসীম মাইকেল দেশাই “নারী নেতৃত্বায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি নারীদের বিভিন্ন কর্মক্ষেত্রে অবদানের কথা তুলে ধরে আগামী ক্রেডিট নির্বাচনে সকল পদে নারী নেতৃত্বকে এগিয়ে আসার ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।”
নারী নেত্রী মিসেস রত্না গমেজ বলেন- নারীরা সব কিছু করতে পারেন। তিনি উদাহরণস্বরুপ বাংলাদেশের নারী ক্রিকেটার ও নারী ফুটবলারদের কথা তুলে ধরেন এবং সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।” এরপর সকল নারীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত নারীগণ বিভিন্ন বিষয়ের উপর নাচ, গান, নাটিকা, একক অভিনয় ও জারী গানের মাধ্যমে সচেতনতা দান করেন। স্কুলের সহকারী শিক্ষিকা মিসেস লিপি রোজারিও ও মিসেস সাগরী গমেজে’র প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও অর্থপূর্ণ হয়ে ওঠে । এ উপস্থাপনার তারা নারীদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে পুরস্কার প্রদানের জন্য ক্রেডিট ইউনিয়নকে বিশেষভাবে অনুরোধ করেন এবং এজিএম-এ বাজেট পাশের জন্য আহ্বান জানান। পরিশেষে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : উজ্জ্বল গমেজ