২৭ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে, বনপাড়া ধর্মপল্লীতে ৭ জোড়া দাম্পত্য ২৫ বছরের এবং ৩ জোড়া ৫০ বছরের বিবাহ জুবিলী পালন করেন এবং সেই সাথে ৩ জোড়া নতুন বিবাহ সংস্কার গ্রহণ করে। একই সাথে সিস্টার অশিন মারীয়া, এমসি, তার ব্রতীয় জীবনের ২৫ বছরের জুবিলী পালন করেন। পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, জুবিলীর মহাখ্রীষ্টযাগ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং ৮ জন যাজক সহার্পন করেন। পবিত্র খ্রীষ্টযাগে শ্রদ্ধেয় সিষ্টার জীবন নিবেদনের প্রতিজ্ঞা ও দম্পতিগণ বিবাহ প্রতিজ্ঞা নবায়ন করেন। বেশ কয়েকজন সিস্টার, সেমিনারীয়ান এবং অনেক খ্রীষ্টভক্ত এই পবিত্র খ্রীষ্টযাগে অংশগ্রহণ করেন। শেষে বিশপ মহোদয়, পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু এবং সহকারি পাল-পুরোহিত ফাদার নবীন পিউস কস্তার অভিষেক বার্ষিকীতে শুভেচ্ছা জানান। বনপাড়া ধর্মপল্লীর পরিবার কল্যাণ সংঘ এই জুবিলী অনুষ্ঠান পরিচালনা করেন।
বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো দাম্পত্য জীবনে ২৫ ও ৫০ বছরের জুবিলী
Please follow and like us: