পবিত্র পরিবার ধর্মপল্লীর উপ-ধর্মপল্লী ডন বস্কো ক্যাথলিক চার্চ ভূগরইলে গত ২৪শে মার্চ রোজ শুক্রবার “প্রেরণধর্মী মণ্ডলিতে শিশুদের অংশগ্রহণ” মূলসুরের উপর ভিত্তি করে, শিশু মঙ্গল দিবস ২০২৩ খ্রিস্টাব্দ উদযাপন করা হয়। ক্রুশের পথ ও পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনটি শুরু করা হয়। গ্রামের সকল খ্রিস্টবিশ্বাসীদের স্থবির ও ঝিমিয়ে পড়া বিশ্বাসকে জাগ্রত করার লক্ষ্যে, বিভিন্ন ধর্মীয় ও সচেতনতা মূলক শ্লোগান দিয়ে শিশুদের নিয়ে গ্রামের সকল পথে একটি রেলি করা হয়।
পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা অনেক সুন্দর করে মূলসুরের উপর তার সহভাগিতা রাখেন। তিনি বলেন, শিশুরা গীর্জায় এসে, গীর্জায় দান করে, সেবক হয়ে, খ্রিস্টযাগে প্রার্থনার উত্তর দিয়ে, গীর্জা প্রাঙ্গন ও গীর্জাঘর পরিষ্কার করার মধ্য দিয়ে মণ্ডলিতে প্রেরণকাজে অংশগ্রহণ করতে পারে।
এছাড়াও দিনটির অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল পাপস্বীকার, বিভিন্ন ভক্তিমূলক নাচ ও গান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মধ্যাহ্নভোজ গ্রহণের মধ্য দিয়ে দিনটির সমাপ্ত ঘোষণা করা হয়। বিশপ হাউজ থেকে শ্রদ্ধেয় ফাদার নবীন পিউস কস্তা পাপস্বীকার শুনার জন্য ফাদারকে সাহায্য করতে আসেন। ফাদারগণ, সিস্টার সুচিত্রা রেজিনা গমেজ, এমপিডিএ, এনিমেটরগণ ও শিশুসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ৭৫ জন।
বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার শিবলী পিউরীফিকেশন