গত ১২ মে ২০২৩ খ্রিস্টাব্দ ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে ‘নিবেদিত জীবনে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’-মূলসুরের উপর ভিত্তি করে দক্ষিণ ভিকারিয়ায় সেবারত ফাদার-সিস্টারদের জন্য বনপাড়া ধর্মপল্লীতে অর্ধদিবসব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্মপল্লী হতে ৩৮ জন ফাদার-সিস্টার অংশগ্রহণ করেন।

এসএমআরএ সিস্টারদের পরিচালনায় ক্ষুদ্র প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার আরম্ভ হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি বলেন, যত কষ্ঠই হোক না কেন আমাদের নিবেদিত জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করার জন্য মাঝে মাঝে এরকম সহভাগিতা ও মিলনমেলায় অংশগ্রহণ করতে হবে। নিজেদের নিবেদিত জীবন অন্যদের সাথে সহভাগিতা করলে এই জীবনের সৌন্দর্যময়তা বৃদ্ধি পাবে এবং আমরা আরও উদ্যোমী হতে পারবো পরসেবায়।

মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার যোহন মিন্টু রায়। তিনি সহভাগিতায় তুলে ধরেন নিবেদিত জীবনে আমাদের মিলন, অংশগ্রহণ ও প্রেরণের জন্য অধিক দরকার উদারতা, সরলতা, সহভাগিতা-সহমর্মিতা ও ভালবাসা। ব্যবহার ও আচার-আচরণের মাধ্যমে যিশুর পূর্ণছবি অন্যদের নিকট প্রকাশ করতে হবে।

তিনি আরো বলেন, যিশুর ক্রুশ নিয়ে ধ্যান করতে হবে, যিশুর ক্রুশ নিয়ে জীবন পথে এগিয়ে যেতে হবে এবং যিশুর ক্রুশের আধ্যাত্মিকতায় পথ চলতে হবে। নিবেদিত জীবন হলো যিশুর হৃদয়ের ভালবাসা ও কুমারী মারীয়ার স্নেহ হৃদয়ের ভালবাসায় যাপিত জীবন।

পুনরুত্থান পর্বের পালকীয় সেবা কাজের বিভিন্ন দিকের উপর উম্মুক্তভাবে প্রতিটি ধর্মপল্লী হতে একজন করে প্রতিনিধি সহভাগিতা করেন। পিমে সিস্টার সম্প্রদায়ের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভিন্সিয়াল সিস্টার রিতা পালমা, পিমে সকলের নিকট প্রার্থনা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান সুন্দর সহভাগিতার জন্য।

উক্ত কমিশনের সেক্রেটারি ফাদার স্বপন পিউরীফিকেশন ধন্যবাদ বক্তব্যে বলেন, ফাদার-সিস্টারগণ যেন আরো বেশি করে মফ:স্বলে যান, আহ্বান বৃদ্ধির জন্য নতুন নতুন কৌশল নির্ধারণ করেন, পারষ্পরিক সম্পর্ক স্থাপনে কাজ করেন এবং যিশুর রাজ্য বিস্তারের কাজে আরও সুচারুরূপে ব্রতী হন।

দলীয় ছবি গ্রহণ ও দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনারের পরিসমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন

Please follow and like us: