২৭ মে ২০২৩ খ্রিস্টাব্দ বনপাড়া ধর্মপল্লীতে উদযাপন করা হয় প্রেরিতগণের রানী মারীয়ার সঙ্গিনী সংঘের পর্ব । উক্ত খ্রিস্টযাগে বোর্ডিং – সেমিনারীর ছেলে – মেয়ে এবং বাহিরের কিছু সংখ্যক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ। ফাদার পিউস তার উপদেশ বাণীতে বলেন, – ” হলিক্রস সম্প্রদায়ের দুজন বিশপ এবং একজন সিস্টার তৎকালীন বাস্তবতা দেখে এসএমআরএ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময় থেকে আজ অবধি সিস্টারগণ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।সেই সময়কার বাস্তবতা এবং এখনকার বাস্তবতা অনেক আলাদা। সেই বাস্তবতায় আজও তারা কাজ করে যাচ্ছেন।
খ্রিস্টযাগের শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে সিস্টারগণকে ফুল এবং গানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সিস্টার মেরী পূজারী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ” আজকের দিনে শ্রদ্ধেয় ফাদার অনেক সুন্দর মিশা উৎসর্গ করেছেন এবং আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন তাই আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পরিশেষে শুভেচ্ছা আশির্বাদ বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার – লর্ড রোজারিও