গত ৩১.০৫.২০২৩ খ্রিস্টাব্দ মে মাস রোজ বুধবার মাতা-মণ্ডলিতে পালিত হয় ধন্যা কুমারী মারীয়ার সাক্ষাৎকার পর্ব। কথায় বলে ‘যে রাখে কুমারী মারীয়ার মতো সৎ সাহস ও ধৈর্য্য, সে তো পায় মুক্তি ও আনন্দ। আর এই পর্বকে সামনে রেখে, সাধু পিতর ধর্মপলী মুশরইল পাল-পুরোহিত শ্রদ্বেয় ফাদার উইলিয়াম মুর্মু সেমিনারীর পরিচালক শ্রদ্বেয় ফাদার বিশ্বনাথ মার্ডী এবং শ্রদ্ধেয়া সিস্টারগণ, যুবক-যুবতী ও মারীয়া সংঘ দলের উদ্যোগে সাধু ফান্সিস্ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মা-মারীয়া প্রতি শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা স্বরূপ প্রতি বছরের ন্যায় এই বছরও কুমারী মারীয়াকে কেন্দ্রকরে শোভাযাত্রা ও রোজারি মালা প্রার্থনা করে গীর্জায় প্রবেশ করা হয়।

ধর্মপল্লীর প্রায় প্রত্যেক পরিবার থেকে কুমারী মারীয়ার মূর্তি নিয়ে আসা হয়। রোজারি মালা ও শোভাযাত্রা শেষ করার পরপরেই আরম্ভ হয় খ্রিস্টযাগ এবং এই খ্রিস্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু। তিনি খ্রিস্টযাগের উপদেশে বলেন, যে ঈশ্বরের ও কুমারী মারীয়ার কৃপা, দয়া, ভালোবাসা পায় সেইও কুমারী মারীয়ার মতো নম্র হয় ।

খ্রিস্টযাগ শেষে পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুর্মু কুমারী মারীয়ার মূর্তিগুলো আশির্বাদ প্রদান করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: