মথুরাপুরে শোভাযাত্রাসহ জপমালা প্রার্থনা ও মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব পালন
গত ৩১ মে ২০২৩, রোজ বুধবার, বিকাল ৪:৩০ মিনিটে সাধ্বী রীতার ধর্মপল্লী, মথুরাপুরে মা মারীয়ার মাস: মে মাসের শেষ দিন ও মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উপলক্ষে এক বিশেষ রোজারিমালা প্রার্থনার আয়োজন করা হয। এ দিন বিকেলে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ দলে দলে মা মারীয়ার মূর্তি নিয়ে জপমালা প্রার্থনা করতে করতে ধর্মপল্লী চত্বরে আসতে থাকে। মা মারীয়ার গ্রটোতে সকলে মিলিত হয়ে মা মারীয়ার প্রতিমূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। সকলের পক্ষে পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী কুমারী মারীয়ার প্রতিমূর্তির গলায় মাল্যদান করেন। এরপর জপমালা প্রার্থনা শুরু হয়। কুমারী মারীয়ার মূর্তি নিয়ে সকলে দু’লাইনে শোভাযাত্রাসহ রোজারিমালা করতে করতে ধর্মপল্লী চত্বর প্রদক্ষিণ করে।
জপমালা প্রার্থনা শেষে সকলে গীর্জাঘরে সমবেত হয়ে খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। ফাদার শিশির গ্রেগরী মা মারীয়ার সাক্ষাৎকার পর্ব উপলক্ষে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন। সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন সহকারী পাল-পুরোহিত ফাদার উত্তম রোজারিও। শিশু-যুব-বৃদ্ধসহ সব শ্রেণীর মোট ৬৫৩ জন খ্রিস্টভক্ত নিয়ে সমবেত জপমালা প্রার্থনা করা হয়। এটি পরিচালনা করেন শ্রদ্ধয় ব্রাদার সৈকত পালমা, সিএসসি ও মিসেস রচিতা গমেজ।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার শিশির বলেন: কুমারী মারীয়া আমাদের সকলের স্বর্গীয়া মা। তিনি তাঁর বোন এলিজাবেথকে দেখতে গিয়ে তাঁর সেবা করেন। একইভাবে আমাদেরও উচিত পরষ্পরকে সেবা করা ও ভালবেসে একে অপরের জন্য আত্মোৎসর্গ করা। খ্রিস্টযাগের পর ফাদার শিশির সকলকে ধন্যবাদ জানান এবং সকলের জন্য মা মারীয়ার মধ্য দিয়ে ঐশ অনুগ্রহ যাচনা করেন।
মথুরাপুর সেন্ট রীটাস্ বোর্ডিং-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান
মথুরাপুর সেন্ট রীটাস বোর্ডিং থেকে ২০২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা মোট ৭ জন মেয়েকে গত ৩১ মে ২০২৩ তারিখে বিদায় জানানো হয়। এ উপলক্ষে এক অনাড়ম্বর বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এতে মোট ০৪ জন সিস্টার, ২ জন যাজক ও ২০ জন কর্মচারীসহ বোর্ডিং এর মেয়েরা অংশগ্রহণ করে।
সন্ধ্যা ৭:৩০ মিনিটে সকলে একসাথে খাওয়া দাওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তথা বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতি গ্রামের ক্লাসের শিক্ষর্থীরা নির্ধারিত বিষয়ের উপর উপস্থাপনা প্রদান করে। দলীয় নৃত্য, গান ও অভিনয়ের মাধ্যমে গোটা অনুষ্ঠানটি হয়ে উঠে প্রানবন্ত, সজীব ও সক্রিয়। অনুষ্ঠানে বোর্ডিং মেয়েদের ও বিদায়ী মেয়েদের উদ্দেশ্যে কথা বলেন: সিস্টার ক্রীস্টেল, এসএমআরএ ও পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উত্তম রোজারিও