রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে গত বছরের মত এবারও ১১ই জুন ২০২৩ খ্রিস্টাব্দে খ্রিস্টের দেহোৎসব মহাপর্বকে কেন্দ্র করে সাক্রামেন্তী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফা. উইলিয়াম মুর্মু , সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফা. বিশ্বনাথ মারান্ডী, ডিকন নরেশ মার্ডী, সিস্টারগণ, ব্রাদার উজ্জল গমেজ, সাধূ পিতর সেমিনারীর সেমিনারীয়ানগণ এবং ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ।

এই দিন বিকেল ৫:০০মিনিটে পাল-পুরোহিত কর্তৃক পবিত্র খ্রিস্টযাগ অর্পণের পরপরই আরাধ্য সংস্কারে সাক্রামেন্তীয় পবিত্র খ্রিস্টপ্রসাদ স্থাপন করা হয়। এরপর গীর্জা ঘর থেকে সাক্রামেন্তের শোভাযাত্রা আরম্ভ হয় । শোভাযাত্রা মুশরইল গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে সেমিনারীর প্রাঙ্গণে এবং মাঠ প্রদক্ষীণের পর আবারো গীর্জা ঘরে প্রবেশ করা হয়।

অত:পর আরাধ্য সংস্কারের বাকি অংশ পূর্ণ করার মাধ্যমে উক্ত সাক্রামেন্তীয় শোভাযাত্রার সমাপ্তি করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : শান্ত টুডু

Please follow and like us: