মণ্ডলির পালকীয় সেবা কাজকে আরো ত্বরান্বিত করার জন্য ডিকনগণ রয়েছে। যারা মণ্ডলিকে সেবাদানের মধ্য দিয়ে যাজকীয় প্রস্তুতি গ্রহণ করছেন। গত ১৬ জুন, ২০২৩ ডিকন মাইকেল হাঁসদাকে আনুষ্ঠানিকভাবে পবিত্র খ্রিস্টযাগ ও পরবর্তীতে গান ও ফুলের তোড়া প্রদানের মধ্য দিয়ে চাঁদপুকুর ধর্মপল্লীর পরিবারে বরণ করে নেওয়া হয়।
পাল-পুরোহিত ডিকন মাইকেল হাঁসদাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ডিকন হচেছন সেবক। আদি মণ্ডলিতেও যারা ধার্মিক, পবিত্র ও প্রজ্ঞাবান ছিলেন তাদের উপর হাত রেখে প্রার্থনা করার মধ্য দিয়ে ডিকন বানানো হয় যাতে তারা প্রেরিত দূতদের পাশাপাশি বিধবাদের ও অন্যান্যদের সাহায্য করতে পারেন। ঠিক তেমনি ডিকন মাইকেল হাঁসদাও ফাদারদের পাশাপাশি বিভিন্ন সেবা কাজ করে যাবেন। পাল-পুরোহিত ডিকনের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ডিকনের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
সেই সাথে ডিকন মাইকেল হাঁসদা শুভেচ্ছা প্রদান করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রার্থনা চান যেন তার দায়িত্ব সঠিকভাবে করতে পারেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু