২২ মে বনপাড়া ধর্মপল্লীতে রিজেন্ট  হৃদয় পিউরিফিকেশন এর শুভ জন্মদিন উদযাপন করা হয়। এদিন সকাল ৬.০০ টায়   ব্রাদার হৃদয়ের মঙ্গল কামনা করে খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ এবং সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও ফাদার শংকর ডমিনিক গমেজ।
খ্রিস্টযাগের শেষে রিজেন্টের  উদ্দেশ্যে ফাদার দিলীপ এস কস্তা বলেন, “জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।ব্রাদার  তার জীবনে ভালো কিছু করুক এবং সামনের দিকে এগিয়ে যাক।” 
রিজেন্ট হৃদয় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি এখানে এসে আমি নিজেকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করেছি এবং ফাদারগণ আমাকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছেন। আর আজকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। “
পরিশেষে সকলে ব্রাদারের সাথে শুভেচ্ছা বিনিময় ও আশীর্বাদ গ্রহণ করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : লর্ড  ডানিয়েল রোজারিও
Please follow and like us: