প্রিয় মুসলমান ভাই ও বোনেরা,
প্রতি বছরই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে বলিদান নিবেদন ক’রে তাঁর তৌফিক অর্জনের ভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় পবিত্র ঈদুল আযহা। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মেও ঈশ্বরের জনগণের দ্বারা সদাপ্রভুর কাছে ঈশ্বরের উত্তম সৃষ্টির উত্তমটি নিবেদন করার রীতি আমরা দেখি। পুরাতন নিয়মে আরো দেখি ঈশ্বরের কাছে আব্রাহাম তাঁর নিজেরে পুত্রকেও উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এই আব্রহাম (হযরত ইব্রাহিমের) যে নিজের পুত্রকে ঈশ্বরের কাছে বলিদান করার জন্য প্রস্তুত ছিলেন তার আলোকেই আপনারা পবিত্র ঈদুল আযহার দিনে ঈশ্বরের অনুগ্রহভাজন হয়ে তাঁরই বান্দা হিসেবে আপনারা পশু বলিদান করে থাকেন। আর এরই নাম কুরবান। কুরবানীর মাংস দরিদ্র-মিসকিনদের মাঝে বিতরণ করাও ঈদুল আযহার আরো একটি অর্থপূর্ণ বৈশিষ্ট্য।

ইসলাম ও খ্রিস্টধর্ম বিশ্বাস করে যে ঈশ্বরের কাছে এই যে বলিদান তথা ত্যাগ , তা অত্যন্ত ফলদায়ক। সুন্দর মন নিয়ে আপন আপন সাধ্য অনুসারে যা-ই বলিদান বা কুরবান করা হোক না কেন, ঈশ্বর সেই ভক্তের বলিদান গ্রহণ ক’রে তার, তার পরিবারে উপর অনুগ্রহ বর্ষণ করবেনই।

আসুন আমরা এই ঈদুল আযহা’র সময়টিতে কুরবান বা বলিদান সম্পর্কে সচেতন হই এই ভেবে যে, শুধু পশু বলিদানের মধ্য দিয়েই নয়, দরিদ্রদের, পাড়া প্রতিবেশীদের অর্থায়ন দ্বারা, সম্পদ দ্বারা, নিজেরা ত্যাগ করে তাদের কল্যাণে কুরবানী দিতে পারি এবং তা আল্লাহতালা উপর থেকে দেখতে পান। এমন কুরবানী তো আমরা সারা বছরই বাস্তবায়ন করতে পারি।

উপরন্তু, বলিকৃত পশুর মাংস বা রক্ত তো কিছুই ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছোয় না; তবে তিনি দেখেন মানুষের মন-অন্তর, মানুষের আচার আচরণ ব্যবহার ইত্যাদি। ঈশ্বর চান মানুষ যেন তার চরিত্রের মধ্যে পশুসম যে হিংসা-বিদ্বেষ, দলাদলি, ঝগড়া-বিবাদ, বিভিন্ন বৈষম্য রয়েছে তার যেন সে বলিদান করতে পারে এবং সুন্দর মানব-ভ্রাতৃত্ব নিয়ে সমাজে বসবাস করতে পারে। বর্তমানে এম ধরণের চরিত্রের মন্দতাগুলোর বলিদান ভীষণ প্রয়োজন রয়েছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবারই। এমনটি হলেই ঈদুল আযহা হয়ে উঠবে চলমান একটি আত্ম বলিদান, আত্ম শুদ্ধি। এমন অর্থেই ঈদুল আযহা শুধু ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা হয়ে উঠে সার্বজনীন।

সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবারের ঈদুল আযহা মহোৎসবে মহান সৃষ্টিকর্তা আপনাদের উপব বর্ষণ করুন তাঁর শত অনুগ্রহ, আশীর্বাদ, তৌফিক; আপনারা লাভ করুন মহান আল্লাহতালার রহমত।

আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহা’র আন্তরিক শুভেচ্ছা:

ঈদ মোবারক
আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি                                                                               ফাদার প্যাট্রিক গমেজ
                      সভাপতি,                                                                                                                              সেক্রেটারী,
খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন,                                                             বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী

Please follow and like us: